ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত সাতকানিয়ার নলুয়া


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৩:৩৭

মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এক দশক আগেও বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি ছিল বিপর্যন্ত, শিল্প-বাণিজ্য ছিল স্থবির এবং জনজীবনে লোডশেডিং ছিল অসহনীয়।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০০৯ সাল থেকে পাঁচ বছর দেশ পরিচালনার সাফল্যের ধারাবাহিকতায় ২০১৪ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ‍এবং ২০১৮ তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে তৃতীয় মেয়াদের তিন বছর অতিক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে সাড়ে ১২ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, যাতে এর মাধ্যমে কৃষি, কুটিরশিল্পসহ অন্যান্য শিল্পের বিকাশ ঘটে ও গ্রামীণ অর্থনীতির অবকাঠামোগত উন্নয়নে বিদ্যুৎশক্তির ব্যবহার করা যায়। বিদ্যুৎ নিয়ে নানান ভোগান্তির শিকার হতে হয় নলুয়া ইউনিয়নের সাধারণ গ্রাহকদের। সেই ভোগান্তির অবসান ঘটিয়ে নলুয়া ইউনিয়নে শতভাগ বিদ্যুতের নিশ্চিত রূপে কাজ করে যাচ্ছেন নলুয়া ইউনিয়নের কৃতী সন্তান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির ঠিকাদার ও নলুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী। নিজ উদ্যোগে এলাকার কয়েকটি ওয়ার্ডে করে দিয়েছেন বিদ্যুতায়নের ব্যবস্থা এবং সেক্ষেত্রে কোনো গ্রাহকের কাছ থেকে নেয়া হয়নি কোনো ধরনের টাকা-পয়সা। বর্তমানে সেই কাজ চলমান রয়েছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চয়তার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি।

ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহক ইউসুফ বলেন, আমরা গ্রামের সাধারণ মানুষদের বিদ্যুৎ নিয়ে নানান হয়রানির শিকার হতে হতো, পোহাতে হতো নানান ভোগান্তি। মিজানুর রহমান চৌধুরী নিজ উদ্যোগে বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহণ করার কারণে আমাদের কষ্টের লাগভ হয়েছে এবং উনি উক্ত বিদ্যুৎ সংযোগ সরবরাহের জন্য কারো কাছ থেকে কোনো ধরনের টাকা-পয়সা নেননি।

পিডিবির কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যুতের গ্রাহক সেবার মান বৃদ্ধি, দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবার জন্য বিদ্যুৎ, যৌক্তিক ও সহনীয় মূল্যে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‍আমি কাজ করে যাচ্ছি। আমি চাই আমার ইউনিয়ন বিদ্যুতের আলোয় আলোকিত হোক। সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। বিদ্যুৎ সংযোগ সরবরাহের ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো ধরনের টাকা-পয়সা নেয়া হয়নি।

এমএসএম / জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী