ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রহমান বিশ্বের সেরা পুরুষ, বিচ্ছেদ ঘোষণার পর বললেন সায়রা বানু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ১:৫

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। তবুও এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনও তার সাবেক স্বামী ‘বিশ্বের সেরা পুরুষ’।

সম্প্রতি তাদের বিচ্ছেদকে ঘিরে নানা গুজব ও মিথ্যা প্রচারণার জবাবে এই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি সকলকে অনুরোধ জানিয়েছেন, তাদেরকে নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য না ছড়ানো হয়।

রোববার (২৪ নভেম্বর) একটি অডিও বার্তায় তিনি বলেন, ‌‘আমি বর্তমানে মুম্বাইয়ে আছি। গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তাই আমাকে বিরতি নিতে হয়েছে সবকিছু থেকে। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের নিয়ে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমি সবাইকে বিশেষ করে ইউটিউব এবং তামিল মিডিয়াকে অনুরোধ করছি, এ আর রহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তিনি একজন অসাধারণ মানুষ, বিশ্বের সেরা পুরুষ।’

এরপর নিজের ব্যান্ডের গিটারিস্ট মোহিনি দে’র সঙ্গে রহমানের সম্পর্কের গুজব নিয়ে সায়রা বলেন, ‘এ আর রহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি। এ বিষয়টা অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনো করেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন।’

এসময় সায়রা বানু এ আর রহমানকে ধন্যবাদ জানান, শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন বলে। সবশেষ তিনি জানান, চিকিৎসা শেষ হলে শিগগিরই চেন্নাই ফিরে আসবেন। সবার প্রতি অনুরোধ, এ আর রহমানের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না।

এদিকে সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েকপাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে।

যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে 

টাইমস অব ইন্ডিয়া

T.A.S / T.A.S

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের

শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত