ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

২৪টি বিভাগের অংশগ্রহণে জাককানইবি'তে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৩:৩৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪। 
২৫ নভেম্বর ২০২৪ (সোমবার) টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী খেলায় ব্যবস্থাপনা বিভাগ ও নৃবিজ্ঞান বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে চূড়ান্ত ত্যাগ স্বীকারকারি শহীদ ও আহতদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'আমরা জানি গ্রীক সমাজে খৃষ্টপূর্বে বিভিন্ন খেলাধুলোর আয়োজন করা হতো, অলিম্পিক আয়োজন করা হতো। অনেক ঝগড়া, মারামারি, দ্বন্দ্ব-সংঘাত থাকা সত্ত্বেও এই খেলা ছিল ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। তারই ধারাবাহিকতায় প্রখন পর্যন্ত এই অলিম্পিকটা আয়োজন করা হচ্ছে, যেন বিশ্বব্যাপী একটা ভ্রাতৃত্বের বন্ধন বজায় থাকতে পারে। সেই আলোকে এই বিশ্ববিদ্যালয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি যেন প্রতিযোগিতার মধ্যেও একটা সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের তৈরি হয়।'

উপাচার্য আরও বলেন, 'আমরা জানি শারীরিক শিক্ষা ও মানসিক শিক্ষা এই দুটির যদি সম্মিলন না হয় তাহলে পরিপূর্ণ মানবিক গঠন সম্পূর্ণ হয় না। সুষ্ঠু একাডেমিক কার্যক্রমের জন্য এর অবশ্যই প্রয়োজন রয়েছে। আমি আশা করছি যে আজকের ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে শুরু হয়ে সফলভাবে শেষ হবে। ব্যক্তিগত নৈপুন্য প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়সুলভ শিক্ষাও গ্রহণ করবে।' খেলায় হার-জিত থাকবেই সেটিকে মেনে নিয়ে সবাইকে সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে ৩টি করে বিভাগ নিয়ে মোট ৮টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন