ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাধারন জনগণ আগের চেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে থানায় সেবা নিতে আসে : ওসি আলী মোহাম্মদ রাশেদ


সালাহউদ্দিন আহমেদ, বাসন photo সালাহউদ্দিন আহমেদ, বাসন
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৪:৪৫

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর স্তবির হয়ে পড়েছিল  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের থানা ভিত্তিক কার্যক্রম। দেশের আইন-শৃঙ্খলার পরিবেশ  ভঙ্গুর অবস্থা নিয়ে নতুন করে সজ্জিত হয় স্বাভাবিক কার্যক্রম তবে সাধারণ জনগণের পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনাটা হয়ে পরেছিল চ্যালেঞ্জিং।

বিগত ১৭ বছরে আওয়ামী সরকারের শাসনামলে  পুলিশের বেপরোয়া কার্যক্রম, মিথ্যা মামলার হয়রানি, সাধারণ জনগণকে টাকার বিনিময়ে সেবা দেওয়াসহ প্রশ্নবিদ্ধ মামলা চালানোর সহ আওয়ামী নেতাদের ভ্যান গার্ড হিসেবে  বিভিন্ন অমানিশার বাস্তব উদাহরণ ছিল  বাংলাদেশ পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের থানাভিত্তিক কার্যক্রম গুলো ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে পেলে সাধারণ জনগণ এখন পুলিশিং কার্যক্রম কে আস্থার প্রতিক হিসেবে পুনরায় গ্রহণ করা শুরু করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার  মধ্যে গাছা থানা  ৭ টি ওয়ার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিলক্ষিত। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামিক  ইউনিভার্সিটি অব টেকনোলজি সহ গুরুত্বপূর্ণ  কল-কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই থানার আওতায়।

থানাভিত্তিক কার্যক্রম শতভাগ গতিশীলতা পাওয়ার পর  গাছা থানার ৭টি ওয়ার্ডের সাধারণ জনগণ  আইনগত সেবা পাওয়ার জন্য নির্দ্বিধায়   ও নিঃসংকোচে থানায় ভিড় জমাচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর  জিএমপি গাছা থানার নবাগত  অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, ১৬ ই সেপ্টেম্বর ২০২৪ যোগদানের পর কিভাবে জনগণের আস্থা ফিরিয়ে আনা যায় এবং সাধারণ জনগণ  কিভাবে পুলিশের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারে সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

এছাড়া আমি যোগদানের পর অদ্যবদি  মামলা -৫১টি অভিযোগ -৯০১টি  এবং সাধারণ ডায়েরি- আনুমানিক ২০০০ এর বেশি। বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি বেশি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ সেবা নিতে থানায় আসছে এবং অফিসার ইনচার্জ হিসেবে সরাসরি সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হতে পারছি  সমস্যাগুলো শুনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার এবং ডিসি ক্রাইম (সাউথ) স্যারের নির্দেশনায় সঠিকভাবে পর্যালোচনা করে সমস্যার সমাধান করছি।এছাড়া আমি আমার  অফিসারগনদের নির্দেশনা দিয়েছি সাধারণ জনগণ কে সেবা দিতে গিয়ে কোন প্রকার হয়রানি না করা হয় এবং টাকার বিনিময়ে কোন ধরনের সেবা না দিতে পাশাপাশি যেকোনো অভিযোগের ভিত্তিতে পক্ষপাত মূলক না হওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া আছে   ।ইনশাল্লাহ এইভাবে সাধারণ জনগণের সেবা দিয়ে থাকলে  পুলিশের ভাবমূর্তি  সবসময় অক্ষুন্ন থাকবে বলে মনে করি।

T.A.S / T.A.S

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা