ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রংপুর সিটি কর্পোরেশনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সোয়া লাখ শিশু


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৫:৪৩

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকায় প্রথম রাউন্ডে সোয়া লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার (২ জুন) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেন, আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত (২ সপ্তাহব্যাপী) রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২৬ হাজার ৯০৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর ৩৩টি ওয়াডের ২৬৫টি কেন্দ্রে শনি, রোব, মঙ্গল ও বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মেয়র বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ৭৭ সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীসহ ৭০৬ জনেক নিয়োগ করা হয়েছে। এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৫৭০ জন শিশুকে নীল রং ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭ হাজার ৩৩৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতবছরের থেকে এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর তালিকায় ৫৭৪ জন শিশু বেড়েছে। এছাড়াও বাদ পড়া শিশুদের সিটি কর্পোরেশন ভবনের টিকাদান কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে, তবে ওই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই উল্লেখ করে মেয়র মোস্তফা বলেন, ভরা পেটে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। খালি পেটে খেলে বমি ভাব হতে পারে। এতে বিচলিত না হয়ে অভিভাবকরা শিশুকে কাছের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারে। তবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সময় শিশু ও অভিভাবকসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান রসিক মেয়র।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব মো. রাশিদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ