জাতীয়তাবাদী যুবদল দেশ ও জাতির উন্নয়নে কাজ করে : ইফতেখার আহমেদ রিপন
একটি গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক পরিবেশ ও অসাম্প্রদায়িক ভূখণ্ডকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। এই সুবাতাসের স্রোতে যুবদল দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনভাবে রাজনৈতিক সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছে।
দেশ ও জনগণের স্বার্থে এবং দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে জনগণের জন্য ভালো কাজের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর গাছা থানা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত),আহবায়ক সদস্য, গাজীপুর মহানগর যুবদল,যুব বিষয়ক সম্পাদক গাছা থানা বিএনপি ও সাবেক বৃহতম ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইফতেখার আহমেদ রিপন।
তিনি আরও বলেন, আওয়ামী সরকারের বিদায়ের পর যুবদল এখন সবচেয়ে বেশি শক্তিশালী। আওয়ামী পেতাত্তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষকে বাকরুদ্ধ করে দেশকে ধ্বংস করে দিলেও জাতীয়বাদী নেতৃত্ব দেশকে চূড়ান্ত সাফল্যে নিয়ে যাবে এবং সেই আস্থা জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতি জনগণের রয়েছে ।
গাছা থানা যুবদল কিভাবে জনগণের সেবা করা যায় সে ক্ষেত্রে সব সময় জনগণের পাশে থেকে গনসংযোগ এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের প্রতিহত করার জন্য রাজপথে সবসময় সক্রিয় আছে । তিনি আরোও জানান, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের পরে গাছা থানা যুবদল আগের চেয়ে অনেক পরিশ্রমি এবং দলের যেকোনো সিদ্ধান্ত ও আদেশমত কাজ করে যাচ্ছে। গাজীপুর মহানগর যুবদল গাছা থানা শাখা সবসময় জনগণের পাশে থেকে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে এবং দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সব সময় গাছা থানা যুবদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
T.A.S / T.A.S