ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মেসি ও নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন এমবাপ্পে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৩:১৯

রিয়াল মাদ্রিদে খেলার সময় সাম্প্রতিক খারাপ ফর্মের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গুঞ্জন ছিল, রিয়ালে এসে তিনি মানসিক অবসাদে ভুগছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে এমবাপ্পে জানিয়েছেন, তিনি অবসাদে নন এছাড়াও তার প্রাক্তন সতীর্থ লিওনেল মেসিকে নিয়েও কথা বলেছেন তিনি।

একটি সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘গণমাধ্যমের মানসিক অবসাদের মন্তব্যগুলো বুমেরাং-এর মতো কাজ করে। এটা আশেপাশের মানুষকে প্রভাবিত করে এবং তারা আমাকে বলতে থাকে এ নিয়ে। সবাই আমাদের (ফুটবলারদের) রোবট ভাবে, কিন্তু আমরাও সাধারণ মানুষের মতোই, আমাদের শক্তি, দুর্বলতা এবং ভয় আছে।’

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে মেসির সঙ্গে খেলার সময় কাটানোর কথা স্মরণ করে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি খুব রেগে গিয়েছিলাম। তবে ক্লাবে ফিরে মেসির সঙ্গে প্রথম আলাপেই হাসি ফুটে উঠেছিল। তিনি বললেন, ‘একবার তো জিতেছ!’ ওই ফাইনাল আমাদের সম্পর্ক আরও দৃঢ় করেছে। মেসির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তিনি সবকিছুই নিখুঁতভাবে করেন।’

এছাড়াও স্পেনের সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, ‘মাদ্রিদে সবাই আপনাকে পরিবারের মতো গ্রহণ করে। প্যারিসে একটু ভিন্ন, সেখানে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য।’

এদিকে, সুইডেনে তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন এমবাপ্পে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমি একদমই চিন্তিত নই, কারণ এ বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এমন অভিযোগ আমাকে অবাক করেছে। আমি কোনো সমন পাইনি। মিডিয়ার খবর পড়েই আমি এসব জেনেছি। সুইডিশ সরকারও এ বিষয়ে কিছু বলেনি। তাই এ নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই।’

সম্প্রতি জিরোনার বিপক্ষে একটি গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেছেন এমবাপ্পে, যদিও তার সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছেই।

T.A.S / T.A.S

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!