ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রহস্যজনক দুর্ঘটনায় আকবরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় জবি শিক্ষার্থীরা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ১১:৯

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকবর হোসেন খান এর রহস্যজনক দূর্ঘটনায় মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে এবং দোষীদের আইনের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৭ আগস্ট ১২তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আকবর পুরান ঢাকার মেস থেকে বেরিয়ে যায় এবং তার সহপাঠীরা বিভিন্ন সময় ফোনে যোগাযোগ করলে আশেপাশে অবস্থান করছে বলে  জানায়। সর্বশেষ রাতে যখন আকবরের সাথে যোগাযোগ করা হয় তখন সে একটু পর বাসায় ফিরবে বলে তার বড় বোনকে জানায়। অতঃপর রাত ৮.৫৩ ঘটিকার দিকে জানা যায় আকবর চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় এবং প্রতক্ষ্যদর্শীরা ঘটনাস্থল থেকে অজ্ঞান ও আহত অবস্থায় আকবরকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি করেন। চিকিৎসাধীন ডক্টর ও পুলিশের তদন্ত ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে এটি স্পষ্টত হয় যে, এটি কোনো আত্মহত্যা কিংবা দূর্ঘটনার কেইস নয়। কারণ, আকবরকে অজ্ঞান, অসুস্থ অবস্থায় ফ্লাইওভার থেকে ফেলে দেয়া হয় বলে সূত্রমতে জানা যায়। এমনি আরো অনেক সূত্র পুলিশের কাছে রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামের খুলশী থানায় আকবরের পরিবার একটি মামলাও করেছে। চিকিৎসাধীন অবস্থায় আকবরের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক এবং পরবর্তীতে ১ সেপ্টেম্বর ভোর ৪টা ৫০ মিনিটে আকবর মৃত্যুবরণ করে।

স্মারকলিপিতে আরো বলা হয়, আমরা খুবই হৃদয়বিদারক ও ব্যথিত কণ্ঠে বলতে চাই, আমাদের সহপাঠীর সাথে খুব অন্যায় হয়েছে পূর্বপরিকল্পিত ভাবে আকবরকে হত্যা করা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমাদের একজন সহপাঠীর এমন রহস্যজনক দূর্ঘটনা ও মৃত্যুর সুষ্ঠু  তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ এটাই জানাতে চাচ্ছি, আমাদের সহপাঠী আকবর হত্যার দ্রুত সঠিক তদন্ত ও দোষীদের বিচার না হলে অনতিবিলম্বে আমরা মানববন্ধনসহ ও প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচিতে যাওয়া সিদ্ধান্তে উপনীত হব।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রামের জিওএস মোড়ে ফ্লাইওভার থেকে পড়ে মারাত্মক আহত হোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকবর হোসেন খান। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

জামান / জামান

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা