ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সন্ধ্যা হলেই পাখির কলকাকলিতে মুখর পবিপ্রবি'র ক্যাম্পাস


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ১:৩৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সন্ধ্যা হলেই বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। গত কয়েক বছর যাবৎ প্রতিদিন ক্যাম্পাসে গাছপালা, প্রশাসনিক ভবন ও আশপাশে দেখা যাচ্ছে এ নয়নাভিরাম দৃশ্য। আনুমানিক লক্ষাধিক পাখির কলকাকলিতে শেষ বিকেল থেকেই মুখর হয়ে ওঠে পবিপ্রবির বৃক্ষরাজি বেষ্টিত মূল ক্যাম্পাস এলাকা।

সরে জমিনে দেখা যায়, এসকল পাখির মধ্যে রয়েছে সাদা বক, চড়ুই, বুলবুলি, বাবুই, শালিক, ঘুঘু, দোয়েল , কাক ও সারস পাখিসহ নানা প্রজাতির পাখির আনাগোনা। ক্যাম্পাসের পূর্ব গেট থেকে পশ্চিম গেট পর্যন্ত রাস্তার দু'পাশের মেহগনি, একাডেমিক ভবনের সামনে রাস্তার পাশে নারিকেল ও প্রশাসনিক ভবনের সামনের রাস্তার পাশে আম গাছসহ বিভিন্ন  ফলফলাদি ও বৃক্ষজ গাছের মগডালে ও ঝোঁপে এবং বিদ্যুৎ লাইনের তারের উপরে এসব পাখির শেষ বিকেলে ঝাঁকেঝাঁকে আগমন ঘটে।

প্রতিদিন সন্ধ্যার আগেই শুরু হয় ঝাঁকে ঝাঁকে এসব পাখিদের আশ্রয় নেওয়ার মহড়া। এরপর গাছে গাছে আশ্রয় নিয়ে মনের আনন্দে স্বভাবজাত ডাকাডাকি শুরু করে। গভীর রাতে নিস্তব্ধতা অবলম্বন করে  আযান শুরুর সাথে সাথে আবার শুরু হয় কলকাকলি ও কিচিরমিচির শব্দ। সকাল হলেই চলে যাওয়া শুরু হয়ে যায় খাদ্য অন্বেষণে অন্যত্র যাত্রা।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা জানান, আমরা সান্ধ্যকালীন সময়ে পাখির ঝাঁকে ঝাঁকে আগমন এবং তাদের কিচিরমিচির শব্দ ও কলকাকলি খুবই উপভোগ করি, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি স্বচোখে দেখে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে আনন্দিত।

সন্ধ্যার আগ মুহূর্তে ক্যাম্পাসে ঘুরতে আসা তানিয়া আক্তার নামের এক মধ্য বয়সী নারী বলেন, বিভিন্ন প্রজাতির পাখি দেখাতে ছেলে মেয়ে নিয়ে এসেছি। সন্ধ্যার নিস্তব্ধতায় পাখির কলকাকলি উপভোগ করে ছেলে মেয়ে খুব খুশি।

পবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তা মোঃ মুকিত মিয়া বলেন, শীতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বছর অতিথি পাখিদের আগমনে সমগ্র ক্যাম্পাস এলাকা মুখরিত হয়ে ওঠে। এ বছর সাদা বকের বিচরণ বেশি। সন্ধ্যার আগ মুহূর্তে অন্যান্য পাখির সাথে ঝাঁকে ঝাঁকে সাদা বক দল  বেঁধে বিশ্ববিদ্যালয়ের সারি সারি মেহগনি গাছের মগডালে বসে পুরো পরিবেশকে আকর্ষণীয় করে তোলে।

পবিপ্রবির হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব রব্বানী এ প্রসঙ্গে বলেন, এসব পাখি শহর বা গ্রামে মানব বসতির কাছাকাছি যেকোনো পরিবেশে নিজেদের স্বাচ্ছন্দে মানিয়ে নিতে পারে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও জনহীন বনভূমি, তৃণভূমি ও মরুভূমিতে এসব পাখিদের বসবাস করতে খুব একটা দেখা যায় না। এরা সাধারণত শষ্যদানা, আগাছার বীজ, পোকামাকড় ও  উচ্ছৃষ্ট নানা রকমের খাবার খেয়ে জীবনধারণ করে থাকে। আমাদের ক্যাম্পাসের মধ্যে মানব সৃষ্ট উচ্ছিষ্ট খাবার, ময়লা আবর্জনা এরা খাবার হিসেবে গ্রহণ করে এবং লেকের পানি পান করতে পারে।

এব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদানকৃত উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম দৈনিক সকালের সময়  'কে বলেন, অভয় আশ্রম হিসেবে ক্যাম্পাসে প্রতিদিন সন্ধ্যার আগে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি এসে  রাত যাপন করে। বিশেষ করে, সাদা বক গাছের চূড়ায় এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের পাখি গুলো দলবেঁধে একেবারে ঝোপঝাড়ে অবস্থান নিয়ে তাদের স্বভাবজাত ডাকাডাকিতে পুরো ক্যাম্পাস এলাকাকে মুখরিত করে তোলে। আবার সকাল হলেই এরা ঝাঁকে ঝাঁকে খাদ্যের অন্বেষনে অন্যত্র চলে যায়। পরিবেশ বান্ধব আমাদের ক্যাম্পাসের বৃক্ষগুলোতে  পাখিরা স্বাচ্ছন্দ্য বোধ করে। বিভিন্ন ঝোঁপঝাঁড়ে বাবুই, বুলবুলি, চড়ুই, শালিক, মাছরাঙা, বক, কাক, সারস ও ডাহুক পাখির অবাদে বিচরণ করতে দেখা যায়।

ক্যাম্পাস এলাকায় অতিথি পাখিদের অবাধ বিচরণের লক্ষ্যে ইতিমধ্যে আমি বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যেমন ক্যাম্পাস এলাকার গাছের ডাল যাতে না কাটা হয়। সান্ধ্যকালীন সময় জোরে শব্দ হয় এমন কিছু না করা, আলো কমানো, পুকুর ও লেকে নিয়মিত পানি সরবরাহের ব্যবস্থা করেছি। দর্শনার্থীদের দ্বারা পাখিদের বিচরণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে নিরাপত্তা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।  ক্যাম্পাসের পূর্ব পার্শ্বে অবস্থিত আবাসিক হল এলাকায় ধান গবেষণা প্লটের ধান কাঁটার সময় কিছু ধান পাখিদের খাবারের জন্য রাখা হয়। যার ফলে গত বছরগুলোর তুলনায় চলতি শীত মৌসুমে বিভিন্ন প্রকার পাখির বিচরণ বেড়ে গেছে। তিনি আরো বলেন, চলতি শীত মৌসুমেই ক্যাম্পাস এলাকায় পাখির অবাধ বিচরণের কারণ এবং এর মলে কোন ক্ষতিকর জীবাণু আছে কিনা এ নিয়ে গবেষনার কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

T.A.S / T.A.S

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে