সুবর্ণচরে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময়
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকি। বুধবার (১০ ডিসেম্বর সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক আবুল বাসার, লিটন চন্দ্র দাস, কামাল চৌধুরী, আব্দুল বারী বাবলু, মোঃ ইমাম উদ্দিন সুমন, মোজাহিদুল ইসলাম সোহেল, ছানা উল্যাহ, আরিফ সবুজ, আব্দু্ল আজিজ, আরিফুর রহমান, ইব্রাহিম খলিল, হানিফ মাহমুদ, ইউনুছ শিকদার, আহসান হাবিব প্রমুখ।
এসময় নবযোগানকৃত নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি, সুবর্ণচরে সু-চারু ভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সুবর্ণচরে ইটবাটা, বালু উত্তোলন, খাল খননসহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য ও নিউজ প্রকাশ করে সহযোগিতা করবেন বলে জানান সাংবাদিকরা।
T.A.S / T.A.S