ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

তোরেসের জোড়া গোলে ডর্টমুন্ডকে হারালো বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ১২:৫৪

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ড। বুধবার (১১ ডিসেম্বর) রাতে জার্মান এই ক্লাবটিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। হার দিয়ে ইউরোপের লড়াই শুরু করা দলটি পরের পাঁচ ম্যাচেই জিতেছে। এর আগে হারিয়েছে বায়ার্ন মিউনিখকেও।

সিগনাল ইডুনা পার্কে প্রথমার্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি জার্মান কোচ হানসি ফ্লিকের বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পায় কাতালানরা। রাফিনহা ম্যাচের ৫৩ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। শেরহো গিরেসি ৬০ মিনিটে পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। 

ম্যাচের ৭৫ মিনিটে বদলি নেমে ব্যবধান ২-১ করেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। কিন্তু পরে ওই গোলও শোধ করে দেন ডর্টমুন্ডের গিরেসি। তিনি ৭৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। তোরেস ৮৫ মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে দলের পঞ্চম জয় নিশ্চিত করেন। 

এতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল বার্সা। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে কাতালানরা। গ্রুপে তাদের বাকি দুই ম্যাচ বেনফিকা ও আটালান্টার বিপক্ষে। অন্তত একটিতে জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলার সুযোগ থাকবে বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে থাকা দলগুলো সরাসরি শেষ ষোলো খেলবে।

T.A.S / T.A.S

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!