ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

শেকৃবিতে অধিক উৎপাদনশীল 'সাউ রাস' প্রযুক্তির কর্মশালা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১২-১২-২০২৪ বিকাল ৭:৩

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একোয়াকালচার বিভাগ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক উৎপাদনশীল রিসারকুলেটিং একোয়াকালচার সিস্টেম (রাস) পদ্ধতির মাছ চাষ ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এধরনের আধুনিক মাছ চাষ প্রযুক্তি নিয়ে এটিই প্রথম গবেষণা যেখানে গবেষকগণ আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয় প্রযুক্তিতে যন্ত্রাংশ তৈরি করে কম খরচে আধুনিক মাছ চাষ ব্যবস্থা উদ্ভাবন করেছেন।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে নির্মিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে স্থাপিত এস এ ইউ-রাস (SAU RAS) নামক নতুন প্রযুক্তিটির প্রকল্পের গবেষণার সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম সেমিনার রুমে ফিশারিজ, একোয়াকালচার ও মেরিন সাইন্স অনুষদের ডিন, প্রফেসর ড. কাজী আহসান হাবীবের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের কো-পিআই সৈয়দ মাশেকুল বারী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পিআই অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন।

মাছ চাষের যান্ত্রিকীকরণে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে বিদ্যমান সম্পদ ব্যবহার করে কম খরচে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের উপর বক্তারা আলোচনা করেন।

উক্ত প্রযুক্তি উদ্ভাবন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ এর নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান।

অনুষ্ঠানে দেশে বিদ্যমান আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনকারী উদ্যোক্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য গবেষণা ইনিষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট সহযোগী সংস্থা হিসেবে সৌর চালিত পাম্প এবং সৌর বিদ্যুৎ ব্যবহার করে মাছ চাষের খরচ কমানোর বিষয়ে কাজ করছে।

প্রকল্পের পিআই অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন জানান, আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষই ভবিষ্যৎ বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আমিষের চাহিদা পূরণের প্রধান উপায় হতে পারে। দেশীয় উচ্চ মূল্যের মাছগুলো আধুনিক ও যান্ত্রিক প্রযুক্তি নির্ভর এই সিস্টেমে স্বল্পমূল্যে চাষ করে জৈব নিরাপত্তা বজায় রেখেও অধিক উৎপাদন করা সম্ভব।

প্রকল্পের আওতায় বিভিন্ন জনপ্রিয় মাছ যেমন: তেলাপিয়া, পাবদা, গুলশা, টেংরা, কোরাল, কুঁচিয়া, শোল, দেশি সরপুঁটি নিয়ে সাফল্য পেয়েছেন বলে গবেষকবৃন্দ উল্লেখ করেন। এই প্রকল্পের আওতায় গবেষণার মাধ্যমে অল্প ব্যয়ে সর্বসাধারণের উপযোগী তেলাপিয়া মাছের জন্য মিনি রাস মডেল তৈরি করা হয় যা প্রান্তিক চাষী এমনকি মহিলাদের পারিবারিক কাজের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেজিএফ এর নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার বলেন, এই প্রকল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও গবেষণা করা প্রয়োজন এবং পরবর্তীতে এটিকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিক্ষেত্রে নতুন নতুন গবেষণা ও আধুনিকায়নের কোন বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ মাছ চাষে বর্তমানে স্বয়ংসম্পূর্ণ।

এ ধারাবাহিকতা ধরে রাখতে গবেষণার মাধ্যমে মাছ চাষের খরচ কমিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের হাতে তুলে দিতে হবে।

T.A.S / T.A.S

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর