মালয়েশিয়ায় অ্যাওয়ার্ড পাচ্ছেন গায়িকা তামান্না
বাংলাদেশী সঙ্গীত জগতের তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক নিজের অসাধারণ গায়কী স্বত্ত্বা দিয়ে আবারও দেশের বাইরে সম্মানজনক একটি পুরস্কার পাচ্ছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এনটিভি প্রেজেন্টস বিজয় দিবস ২০২৪ এর আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন এই সঙ্গীত তারকা। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলো ১৫ ডিসেম্বর কুয়ালালামপুর গেছেন তামান্না হক। সেখান থেকে মেসেঞ্জারে তিনি কথা বলেছেন এই প্রতিবেদকের সঙ্গে।
তামান্না জানান, কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ ২২ ডিসেম্বর এই অনুষ্ঠান। এনটিভির দর্শক ফোরামের আয়োজনে এটি হচ্ছে। এটির টাইটেল দেওয়া হয়েছে - 'এনটিভি প্রেজেন্টস বিজয় উৎসব ২০২৪ ও আইকনিক অ্যাওয়ার্ড'। এতে থাকবে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ ও সঙ্গীত পরিবেশন করবেন। এই উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর তিনি মালয়েশিয়ায় যান। এর পরের দিন সেখানকার প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিনোদন জগতের আরও কয়েকজন তারকা অংশ নিচ্ছেন বলে জানান তামান্না। অনুষ্ঠান শেষে ২৩ ডিসেম্বর দেশে ফিরবেন তামান্না।
তামান্না জানিয়েছেন, মালয়েশিয়ার এই সম্মানজনক অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে দেশের বিভিন্ন স্টেজ শো'তে ব্যস্ত ছিলেন তিনি। সেখানে যাওয়ার আগে তামান্না গাজীপুর, ময়মনসিংহসহ কয়েকটি স্থানে স্টেজ শো'তে অংশ নিয়েছেন। অডিও মাধ্যমেও বেশ কিছু গান রেডি করেছেন সম্প্রতি। তামান্না জানান, শিল্পী আনোয়ার পারভেজের সঙ্গে ক্ল্যাসিক্যাল আধুনিক গানের একটি ডুয়েট করেছেন। এটির কথা ও সুর শিল্পী আনোয়ার পারভেজের। সঙ্গীত পরিচালনা করেছেন এইচ আর লিটন। নতুন বছরের শুরুতে গানটি অন্তর্জালে মুক্তি পাবে বলে জানান শিল্পী তামান্না।
নিজের গাওয়া নতুন গানটি সম্পর্কে প্লেব্যাক ও দেশ - বিদেশের স্টেজ শো মাতানো শিল্পী তামান্না বলেন, নতুন গানটি নিয়ে আমি আমার গানের আপামর ভক্ত ও দর্শক - শ্রোতার দোয়া আর ভালোবাসা কামনা করছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। এই গানটি ছাড়াও দেশে ফিরে নতুন কিছু প্লেব্যাক করার কথা রয়েছে। সেই সঙ্গে নতুন বছরে দেশ - বিদেশের বড় কয়েকটি অ্যাওয়ার্ড ও স্টেজ শো'তে অংশ নেওয়ার কথা রয়েছে।
এমএসএম / এমএসএম