ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ম্যাচ চলাকালে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ও সন্তানের জন্ম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১২:১২

সিরিজের ভাগ্য আগেই ঠিক হয়ে যাওয়ায় কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের তৃতীয় একদিনের ম্যাচ। এদিন খেলার বাইরে অন্য আনন্দে মাতল ওয়ান্ডারার্স স্টেডিয়াম। ম্যাচ চলাকালে সন্তানের জন্ম দিলেন এক মা। স্টেডিয়ামেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল এক তরুণকে।

খেলা চলাকালীন এক তরুণীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলে সন্তানের জন্ম দেন ওই মা। এই খুশির খবর সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়।

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা, ‘স্টেডিয়ামেই ছেলের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ এই বার্তা দেখে গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

খেলা চলাকালীন আরও একটি দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় আরও একজনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি পরে নেন তিনি। সেই দৃশ্য দেখেও হাততালি পড়ে ওয়ান্ডারার্সে।

এমন আবহের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সফল মোহাম্মদ রিজওয়ান। সিরিজসেরা হয়েছেন ওপেনার সাইম আইয়ুব। প্রথম একদিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানের বড় ব্যবধানে।

গতকাল (সোমবার) জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এমএসএম / এমএসএম

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ