ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

পোপ-ওকসের ব্যাটে ইংলিশদের লিড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ সকাল ৯:৩০

ওভালে অনুষ্ঠিত পাঁচ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ওলে পোপ এবং ক্রিস ওকসের ফিফটির ওপর ভর করে ৯৯ রানের লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। মাত্র ১৯১ রানে ভারত অলআউট হলে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯০ রানে থামে ইংলিশরা। শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৩ রান তুলেছে সফরকারীরা।

ওভাল টেস্টের প্রথম দিনে ভারতকে অলআউট করে ব্যাট করেছিল ইংল্যান্ড। সেদিন ৫৩ রান তুলতে হারিয়েছিল ৩ উইকেট। ফলে দ্বিতীয় দিনের খেলায় শুক্রবার আবারও ব্যাট করতে নামে স্বাগতিকরা।

দিনের শুরুতেই উমেশ যাদবের বলে দ্রুত সাজঘরে ফেরেন ক্রেইগ ওভারটন এবং ডেভিড মালান। ব্যক্তিগত ১ রানে ওভারটন এবং ৩১ তুলে আউট হন মালান। মাত্র ৬২ রানে ৫ উইকেট হারানো দলকে স্বস্তি দিয়েছে ষষ্ঠ উইকেট জুটি। এ সময় জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ৮৯ রান তুলেন পোপ। ৩৭ রানে আউট হন বেয়ারস্টো। পরের উইকেটে খেলতে নেমে ৩৫ রান করেন মঈন আলি।

এদিকে ক্যারিয়ারের আরও একটি অর্ধশতক পূর্ণ করার পর ৮১ রানে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন পোপ। ১৫৯ বলে খেলা তার ইনিংসটি ছয়টি চারে সাজানো।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। ৫ রানে রবিনসন ফিরলেও শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনকে নিয়ে তুলেন ৪৫ রান। যেখানে ওকসের অবদান ৪৪ রান। রান আউট হওয়ার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। তার ইনিংসটি থেমেছে ৬০ বলে ৫০ রানে। আর ১ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন উমেশ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্রো জাদেজা।

দিনের তৃতীয় সেশনে ১৬ ওভার ব্যাট করে ৪৩ রান সংগ্রহ করেছে সফররত ভারত। ২০ রানে রোহিত শর্মা এবং ২২ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।

প্রীতি / প্রীতি

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা