পোপ-ওকসের ব্যাটে ইংলিশদের লিড
ওভালে অনুষ্ঠিত পাঁচ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ওলে পোপ এবং ক্রিস ওকসের ফিফটির ওপর ভর করে ৯৯ রানের লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। মাত্র ১৯১ রানে ভারত অলআউট হলে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯০ রানে থামে ইংলিশরা। শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৩ রান তুলেছে সফরকারীরা।
ওভাল টেস্টের প্রথম দিনে ভারতকে অলআউট করে ব্যাট করেছিল ইংল্যান্ড। সেদিন ৫৩ রান তুলতে হারিয়েছিল ৩ উইকেট। ফলে দ্বিতীয় দিনের খেলায় শুক্রবার আবারও ব্যাট করতে নামে স্বাগতিকরা।
দিনের শুরুতেই উমেশ যাদবের বলে দ্রুত সাজঘরে ফেরেন ক্রেইগ ওভারটন এবং ডেভিড মালান। ব্যক্তিগত ১ রানে ওভারটন এবং ৩১ তুলে আউট হন মালান। মাত্র ৬২ রানে ৫ উইকেট হারানো দলকে স্বস্তি দিয়েছে ষষ্ঠ উইকেট জুটি। এ সময় জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ৮৯ রান তুলেন পোপ। ৩৭ রানে আউট হন বেয়ারস্টো। পরের উইকেটে খেলতে নেমে ৩৫ রান করেন মঈন আলি।
এদিকে ক্যারিয়ারের আরও একটি অর্ধশতক পূর্ণ করার পর ৮১ রানে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন পোপ। ১৫৯ বলে খেলা তার ইনিংসটি ছয়টি চারে সাজানো।
ইনিংসের শেষদিকে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। ৫ রানে রবিনসন ফিরলেও শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনকে নিয়ে তুলেন ৪৫ রান। যেখানে ওকসের অবদান ৪৪ রান। রান আউট হওয়ার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। তার ইনিংসটি থেমেছে ৬০ বলে ৫০ রানে। আর ১ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন উমেশ যাদব। এছাড়া দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্রো জাদেজা।
দিনের তৃতীয় সেশনে ১৬ ওভার ব্যাট করে ৪৩ রান সংগ্রহ করেছে সফররত ভারত। ২০ রানে রোহিত শর্মা এবং ২২ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।
প্রীতি / প্রীতি
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা