প্রকাশ পেল কোনাল-রিজভীর ‘তুমি আমার পাখিরে’
প্রতিশ্রুতিশীল গায়ক এম এইচ রিজভী গানে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি পরচালনায় বেশি মনোযোগী হন। কুমার শানু, নচিকেতা, আসিফ আকবর, সালমান আলী, ইমরান মাহমুদুল’সহ বাংলাদেশ এবং ভারতের প্রথমসারির সংগীতশিল্পীদের নিয়ে তিনি কাজ করেছেন। তার পরিচালনায় নির্মিত আসিফ আকবরের গাওয়া ‘বুক জুড়ে ব্যথার পাহাড়’ এবং ইমরানের ‘এই ফাগুনে’ মিউজিক ভিডিও সমালোচকদের প্রশংসা পায়।
২০২৪ সালের শেষপ্রান্তে এসে নতুন গান নিয়ে এসেছেন রিজভী। গানটি রিজভী গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের সঙ্গে, সাম্প্রতিক সময়ে যার গাওয়া ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’, ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘ওরে পাগল মন’ গান শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। কোনাল ও রিজভীর গাওয়া নতুন এই গানের টাইটেল ‘তুমি আমার পাখিরে’। সুহেল খানের কথা ও সুরে এই গানের সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন।
গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। এতে শিপন মিত্রের সঙ্গে মডেল হয়েছেন ফাইজা। এসএলকে মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।
গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘রিজভী আমার ইউনিভার্সিটির ছোট ভাই। ওর দরাজ কণ্ঠ আমার ভীষণ প্রিয়। অনেক দিন থেকেই পরিকল্পনা হচ্ছিল আমরা একসঙ্গে গাইবো। এবার হলো। রোমান্টিক কথামালায় সাজানো এই গানটি আশা করি, সবার ভালো লাগবে। রিজভীর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।’’
রিজভী বলেন, ‘শুরু থেকেই আমি কোনালের গানের একজন ভক্ত অনুরাগী। অনেক দিনের ইচ্ছে তার সাথে গান গাওয়ার। গীতিকার-সুরকার সুহেল খানের মাধ্যমে সেই সুযোগটা চলে আসায় তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা খুঁজে পাই না। আশা করি, এই গানটির কথা ও সুরে মানুষ নান্দনিকতার ছোঁয়া পাবেন।’
T.A.S / T.A.S
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!