জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গণস্বাস্হ্য হোমিও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গণস্বাস্হ্য হোমিও বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড। শনিবার ২৮ ডিসেম্বর বিকেল ৫ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যাক্তিত্ব ও উদ্যোক্তাদের গণস্বাস্হ্য হোমিও বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন "পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন"।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যানের মোঃ মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের অনুষ্ঠান ব্যবস্হাপনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার,টুরিস্ট পুলিশ,ঢাকা রিজিয়নের, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম । সংগঠনের কোষাধ্যক্ষ ইকরামুল হক ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন আরও উপস্হিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটি।
গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন।আত্মপ্রকাশের পর থেকেই ফাউন্ডেশনটি তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে।
এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে ।সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে'ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ' প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের। নির্যাতিত,নিপীড়ন,নারীদের জন্য নানান মুখি উন্নয়নমূলক কাজ করে। গণস্বাস্হ্য হোমিও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড -২০২৪ যাঁদের দেওয়া হয়- আনোয়ারা বেগম (আজীবন সম্মাননা),ফেরদৌস ওয়াহিদ (আজীবন সম্মাননা ), ফেরদৌস আরা (আজীবন সম্মাননা),রাহাত সাইফুল ( বেস্ট কালচারাল রিপোর্টার),গাজী আনিস ( বেস্ট লাইফ স্টাইল জার্নালিস্ট ), আনিকা কবির শখ (বেস্ট মডেল এন্ড একট্রেস),রুমানা ইসলাম মুক্তি ( টিভি মডেল এন্ড ফিল্ম একট্রেস ),ইভান শাহরিয়ার সোহাগ (বেস্ট ড্যান্স কোরিওগ্রাফার), গৌতম সাহা (বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার)প্রার্থনা ফারদিন দীঘি (ফিল্ম একট্রেস ),আরেফিন জিলানী (টিভি একটর), রুনা খান (বেস্ট ফিল্ম একট্রেস),তানহা তাসনিয়া (টিভি এন্ড ফিল্ম একট্রেস) সাজিয়া আফরিন (বিউটিশিয়ান), উম্মে হালিমা সাবরুন জামিলি( বেষ্ট উইমেন এন্টারপ্রেনার) সহ আর বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
চেয়ারম্যান মনিরুজ্জান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান।
ঢাকা সহ ৬৪জেলা এবং উপজেলা গুলোতে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি।আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না,সব সময় তাদের খবরা-খবর রাখি।তাদের বিপদে-আপদে সংগঠনের মাধ্যমে পাশে থাকি।
বর্তমানে দেশে বিভিন্ন নামে বে-নামে ভূইফর সংগঠন গুলো সাধারণ উদ্যোক্তাদের জিম্মী করে রেখেছে। আমরা ঐ সব উদ্যাক্তাদের কাজ করার জন্য স্বাদরে আমন্ত্রণ জানাই। এ ছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন আরো প্রকল্প হাতে নিচ্ছে আমাদের সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন। যে সকল নিপীড়িত উদ্যোক্তারা ভূইফোড় সংগঠনের হাতে জিম্মি আছে, তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আইন প্রশাসনের সহায়তা নিয়ে একজন স্বাধীন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে ব্যবস্থা করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
T.A.S / T.A.S

হাবিবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ খুন দম্পতি রুপা ও নাজিমের দায় স্বীকার

বাচ্চা অপহরণকৃত মামলার আসামিদের ৩৬ ঘণ্টাই গ্রেফতার

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক দেলোয়ার হোসেন গ্রেফতার

ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে নারী গণমাধ্যম কর্মীকে হুমকি

রণাঙ্গনের এক সাহসী যোদ্ধা ' শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতি বন্ধ হবে কবে?

মিথ্যা মামলায় গ্রেফতারকৃত ব্যবসায়ী গোলাম মর্তুজার মুক্তি দাবি পরিবারের সংবাদ সম্মেলন

মোস্তফা জগলুল পাশা পাপেল এর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

উত্তরার আমির কমপ্লেক্স মার্কেটে আওয়ামীপন্থী ব্যবসায়ীদের দাপট কমেনি এক মার্কেটে দুই কমিটি

উত্তরায় রোজাদার পথচারীদের মাঝে বিএনপি নেতা সালামের ইফতার বিতরণ

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত
