নাটকীয় ধসে কিউইদের কাছে লঙ্কানদের হার
মাউন্ট মাউনগানুইতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দর্শকদের চরম নাটকীয়তা উপহার দিল। যেখানে নিউজিল্যান্ড অসাধারণ প্রত্যাবর্তন করে শ্রীলঙ্কাকে ৮ রানে হারি দিয়েছে।
কিউইদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দুর্দান্ত শুরু করলেও, জ্যাকব ডাফির অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। এক পর্যায়ে ১২১ রানে বিনা উইকেটে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৬৪ রানে ৮ উইকেট হারিয়ে থেমে যায়। উদ্বোধনী ব্যাটার ছাড়া দলের কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি।
১৪তম ওভারে ডাফি একাই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামান। ওভারের প্রথম বলেই কুশল মেন্ডিস (৪৬) গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর টানা দুই বলে কুশল পেরেরা এবং কামিন্ডু মেন্ডিসকে আউট করে শ্রীলঙ্কার বড় জয়ের আশা ধুলিসাৎ করেন। ডাফি হ্যাটট্রিক করতে না পারলেও তার স্পেল (৪-০-২১-৩) নিউজিল্যান্ডকে জয়ের পথে নিয়ে যায়।
শেষ তিন ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৯ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু জ্যাকারি ফোল্কসের বোলিংয়ে শ্রীলঙ্কার শেষের স্বপ্নও শেষ হয়ে যায়।
অন্যদিকে ৯০ রানে ব্যাট করা পাথুম নিশাঙ্কা যখন দলকে জয়ের পথে নিয়ে যেতে চেষ্টা করছিলেন, তখন ডিপ পয়েন্টে টিম রবিনসনের অসাধারণ ক্যাচ তাকে থামিয়ে দেয়। এরপর ম্যাট হেনরি রাজাপক্ষার স্টাম্প উড়িয়ে দেন। শেষ ওভারে ফোল্কস থিকশানাকে ক্যাচ আউট এবং হাসারাঙ্গাকে রানআউট করে নিউজিল্যান্ডকে জয়ের আনন্দে ভাসান।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ১০ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়লেও ড্যারিল মিচেল (৬২) এবং মাইকেল ব্রেসওয়েল (৫৯) অসাধারণ ব্যাটিংয়ে ৫৮ বলে ১১০ রানের জুটি গড়েন। এই জুটি নিউজিল্যান্ডকে ১৭২ রানের লড়াই করার মতো স্কোর এনে দেয়।
T.A.S / T.A.S