’সিজেএফবি’র সেরা সিরিজ, সেরা ওয়েব সিনেমার পুরস্কার পেল চরকি

জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন 'কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ' (সিজেএফবি)- এর অ্যাওয়ার্ড আসরে সেরা ওয়েব সিনেমা ও সেরা সিরিজের পুরস্কার পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ডের ২৩ তম আসর।
এবারের আসরে চরকি অরিজিনাল 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' সিনেমা পেয়েছে সেরা ওয়েব সিনেমার পুরস্কার এবং 'মাইশেলফ অ্যালেন স্বপন' পেয়েছে সেরা সিরিজের পুরস্কার। চরকির যৌথ প্রযোজনায় নির্মিত 'সুড়ঙ্গ' সিনেমার 'গা ছুঁয়ে বলো' গানের জন্য সেরা সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন (যৌথভাবে) তানজিব সারোয়ার।
মঞ্চে সেরা ওয়েব সিনেমার পুরস্কার নেন রেদওয়ান রনি এবং নুসরাত ইমরোজ তিশা। সেরা সিরিজের পুরস্কার ওঠে নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির হাতে।
পুরস্কার প্রপ্তির প্রতিক্রিয়ায় রেদওয়ান রনি বলেন, ’সাংবাদিকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন। তারা আমাদের খবর দর্শকের কাছে পৌঁছে দেন পেশাদারিত্বের সাথে। তারা যখন আমাদের পুরস্কৃত করেন তখন বুঝতে পারি আমাদের নির্মাণ দর্শকদের ভালো লেগেছে। বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিতে পারস্পরিক এই উৎসাহমূলক আয়োজন অটুট থাকবে সবসময়।’
সংগীত, চলচ্চিত্র টেলিভিশন ও ওটিটি মাধ্যমে ২০২৩ সালে প্রকাশিত কনটেন্টের বিভিন্ন বিভাগে দেয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এবারের আয়োজনে বরেণ্য সাংবাদিক-উপস্থাপক শফিক রেহমানকে দেয়া হয় আজীবন সম্মাননা। সংগীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পান কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাংবাদিক ফাহিম আহমেদ ও অভিনয়শিল্পী জয়া আহসান।
অ্যাওয়ার্ড আয়োজনটি উপস্থাপনা করেন পূর্ণিমা ও এফএস নাঈম। গান, নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। আয়োজনে গান পরিবেশন করেন বেবী নাজনীন, তানজিব সারোয়ার। নৃত্য পরিবেশনায় ছিলেন পরীমণি, অর্চিতা স্পর্শিয়া, তানজিন তিশাসহ অনেকে।
T.A.S / T.A.S

সি-বিচে খোলামেলা লুকে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী

সৈকতে মিমের মোহনীয় লুক নজর কাড়ল ভক্তদের

অভিনেত্রীকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ পরিচালকের

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-বুবলী

মিডিয়ায় সফল পথচলা মেরিনা রাওশান তৃপ্তির

বিদ্যাকে সার্জারির পরামর্শ, প্রযোজককে সোজা জবাব অভিনেত্রীর

সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন টয়া

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

বিমানবন্দরে গয়নাসহ ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছেন উর্বশী

যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে মোহময়ী দিঘী

‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা বাড়ল
