’সিজেএফবি’র সেরা সিরিজ, সেরা ওয়েব সিনেমার পুরস্কার পেল চরকি
জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন 'কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ' (সিজেএফবি)- এর অ্যাওয়ার্ড আসরে সেরা ওয়েব সিনেমা ও সেরা সিরিজের পুরস্কার পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ডের ২৩ তম আসর।
এবারের আসরে চরকি অরিজিনাল 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' সিনেমা পেয়েছে সেরা ওয়েব সিনেমার পুরস্কার এবং 'মাইশেলফ অ্যালেন স্বপন' পেয়েছে সেরা সিরিজের পুরস্কার। চরকির যৌথ প্রযোজনায় নির্মিত 'সুড়ঙ্গ' সিনেমার 'গা ছুঁয়ে বলো' গানের জন্য সেরা সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন (যৌথভাবে) তানজিব সারোয়ার।
মঞ্চে সেরা ওয়েব সিনেমার পুরস্কার নেন রেদওয়ান রনি এবং নুসরাত ইমরোজ তিশা। সেরা সিরিজের পুরস্কার ওঠে নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির হাতে।
পুরস্কার প্রপ্তির প্রতিক্রিয়ায় রেদওয়ান রনি বলেন, ’সাংবাদিকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন। তারা আমাদের খবর দর্শকের কাছে পৌঁছে দেন পেশাদারিত্বের সাথে। তারা যখন আমাদের পুরস্কৃত করেন তখন বুঝতে পারি আমাদের নির্মাণ দর্শকদের ভালো লেগেছে। বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিতে পারস্পরিক এই উৎসাহমূলক আয়োজন অটুট থাকবে সবসময়।’
সংগীত, চলচ্চিত্র টেলিভিশন ও ওটিটি মাধ্যমে ২০২৩ সালে প্রকাশিত কনটেন্টের বিভিন্ন বিভাগে দেয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এবারের আয়োজনে বরেণ্য সাংবাদিক-উপস্থাপক শফিক রেহমানকে দেয়া হয় আজীবন সম্মাননা। সংগীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পান কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাংবাদিক ফাহিম আহমেদ ও অভিনয়শিল্পী জয়া আহসান।
অ্যাওয়ার্ড আয়োজনটি উপস্থাপনা করেন পূর্ণিমা ও এফএস নাঈম। গান, নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। আয়োজনে গান পরিবেশন করেন বেবী নাজনীন, তানজিব সারোয়ার। নৃত্য পরিবেশনায় ছিলেন পরীমণি, অর্চিতা স্পর্শিয়া, তানজিন তিশাসহ অনেকে।
T.A.S / T.A.S
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!