ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আলোচনায় দোলার ‘মিনতি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ১১:২০

নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী অদিতি রহমান দোলা। তার ‘মিনতি’ শিরোনামে গানটি সম্প্রতি অবমুক্ত হয়েছে মুজা ইউটিউব চ্যানেলে। গানটিতে তার সঙ্গে রয়েছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মুজা। গানটির কথা লিখেছেন বাঁধন, মুজা ও দোলা। যৌথভাবে সংগীতায়োজন করেছেন মুজা ও দোলা। গানচিত্র নির্মাণ করেছেন রিয়াজ আলী। প্রকাশিত হওয়ার পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মিনতি। 
কেউ কেউ মন্তব্য করেছেন দোলা ও মুজার এই গানটি শক্তি এবং আবেগের এক আকর্ষণীয় মিশ্রণ উপস্থাপন করেছে, যা মূল এবং সমসাময়িক উভয় অনুভূতিই দেয়। আবার কেউ বলেছেন, একটি উচ্ছ্বসিত সুরের কাঠামোর ওপর নির্মিত, ‘মিনোটি’ গানটি বাংলাদেশি ঐতিহ্য থেকে ব্যাপকভাবে আকৃষ্ট। একই সঙ্গে রাগ দরবারির মননশীল মেজাজের প্রতিধ্বনি। 
গানটি প্রসঙ্গে দোলা বলেন, ‘মিনতি’ নতুন বছরের নতুন উপহার। গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। এই পর্যন্ত শতভাগ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। যারা শুনছেন গানটির প্রশংসা করছেন। শ্রোতারা গানটি বারবার শুনছেন। এটি অনেক বড় প্রাপ্তি একটি গানের জন্য। দোলা জানান, গানটির কাজ শুরু হয়েছিল নভেম্বরের মাঝামাঝি সময়ে। ডিসেম্বরে শুরু হয় চিত্রায়ন। 
দোলা বলেন, গানটির জন্য আমরা খুব বেশি সময় দিতে পারিনি। অল্প সময়ের ব্যবধানে গানটি সম্পন্ন করে রিলিজ দিয়েছি। এই গানে আমিও মুজার সঙ্গে মিউজিক করেছি। মুজার সঙ্গে আমার একটা শো নিয়ে মিটিং ছিল। এক-দুটো গল্প শেয়ার করতে করতে গানের প্রসঙ্গ চলে আসে। হুট করেই আমরা প্ল্যান করি, একটু বসি। মুজা জিজ্ঞেস করে, আমার কী ধরনের গান পছন্দ? আমার তো পছন্দ এই সময়ের মডার্ন মিউজিক। আমরা আমাদের লিরিসিস্টকে নিয়ে একসঙ্গে বসে গানটা লিখি। এটা আসলে দরবারির রাগের একটা টাচ আছে। মুজা বলে, তুমি তোমার পার্টের সুরটা করো। ‘মিনতি তোমারে দরদিয়ারে’। আমি এই পার্টের সুরটা করি, এরপর আস্তে আস্তে গানটি দাঁড়ায়। গানটি মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবাই খুব ভালো বলছেন। অনেকেই শেয়ার করছেন।
উল্লেখ্য, গত বছর শাকিব খানের বরবাদ সিনেমায় প্রীতম হাসানের সঙ্গে দোলার গাওয়া দ্বৈতগান ‘চাঁদ মামা’ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এর বাইরে গত বছরই প্রকাশ হওয়া তার একক গান ‘অপেক্ষা’ও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এ ছাড়া তার গাওয়া গ্রামীণফোনের বিজ্ঞাপনে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’, বলিউড গায়ক পাপনের সঙ্গে ‘মন দরিয়া’, সুফি ধাচের ‘তোমারই মোহে’, আইটেম গান ‘রাজা রানী’, ‘আমি দোলা’সহ বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। অন্যদিকে মুজার সংগীতায়োজনে বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘ঝুমকা’, ‘নয়া দামান’, ‘লীলাবালী’ প্রমুখ।

Aminur / Aminur