ঢাকা বৃহষ্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে : তামিম ইকবাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৪:৪৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের অন্যান্য নেতৃত্বস্থানীয় কর্তাব্যক্তিরাও শুনিয়েছিলেন আশার বানী। তবে ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্ট শুরুর একদিন আগেও খুব একটা পরিবর্তন অন্তত চোখে পড়েনি।

এবার খোদ তামিম ইকবাল জানালেন, এখনো পর্যন্ত কনসার্ট ছাড়া চোখে পড়ার মতো কিছু দেখেননি তিনি। আজ (রোববার) বিপিএল শুরুর আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’

‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’

বিপিএলে পরিবর্তন আনতে তামিম জোর দিলেন ক্রিকেটে বিনিয়োগে, ‘এখনও এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল। আমি এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন।’ 

আরও যোগ করেন, ‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ।’

‘কিন্তু উনারা কোনোদিন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে। খেলা দুইশ রানের হবে নাকি ৬০ রান-৬০ রানের হবে, ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো, এগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি তাহলে সফল টুর্নামেন্ট হবে।’ 

বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পেলে কী করবেন তামিম, ‘এটা (উত্তর) কোনো একসময় দেব। এটা লম্বা প্রসেস। লম্বা আলোচনা। এজন্য আমার মনে হয় না এই উত্তর দেওয়ার অবস্থায় আছি।’

এমএসএম / এমএসএম

৪৬ বলে ১০১, সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কুশাল পেরেরা

বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

২০২৫ সালে বাংলাদেশের ফুটবল : ব্যস্ত সূচিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

সৈকতের পক্ষ নিয়ে জয়সওয়ালদের যা বললেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক

বিপিএলে অঙ্কনের দ্রুততম ফিফটির রেকর্ড

৩৭ রানের জয়ে বিপিএলে শুভ সূচনা খুলনার

বিপিএলে ফিরল টাইমড আউটের স্মৃতি, তবে সাকিব হলেন না মিরাজ

৬২ বছর পর এমন লজ্জা ম্যান ইউনাইটেডের, ৫১ বছর পর অবনমন শঙ্কা

টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

বিপিএলের প্রথম দিনে যত রেকর্ড হলো

রিয়াদ- ফাহিমের ব্যাটং তান্ডবে জয় দিয়ে শুরু বরিশালের

রাব্বির বিধ্বংসী ইনিংস, দুইশর দোরগোড়ায় রাজশাহী

সচিবালয়ের পোড়া ভবন ব্যবহার উপযোগী করা সম্ভব