ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

রাব্বির বিধ্বংসী ইনিংস, দুইশর দোরগোড়ায় রাজশাহী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৪:৩৮

বিপিএলে অনেকদিন পর ফিরে এসেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের। প্রত্যাবর্তনের শুরুটাও দারুণ হলো। প্রথম ম্যাচেই দলটি পেয়েছে বড় স্কোর। তাতে বড় অবদান অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী। 

আজ (সোমবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সেই সিদ্ধান্তটা কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ। 

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী। 

অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন অর্ধশতক। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান। 

বরিশালের হয়ে সূচনা ভালো হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। পাননি উইকেটের দেখা। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রান খরচা করে অবশ্য এক উইকেট তুলে নিয়েছেন। 

এমএসএম / এমএসএম

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ