ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জবি শিক্ষার্থীদের হামলার ঘটনায় শাখা ছাত্রদলের প্রতিবাদ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৫:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাড়িতে, গাড়ির চালক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি। সোমবার (৩০ ডিসেম্বর) আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-৪ বাসে শিক্ষার্থীদের ওপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীরা সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

এবিষয়ে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, মহাখালীতে একতা পরিবহনের কর্মচারীদের কর্তৃক হামলায় উল্কা-৪ বাসের ড্রাইভারসহ অনেকে গুরুতর আহত হয়। আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস।বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবুক চত্বর। পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এরকম হামলার ঘটনার কথা শুনেছি। ওই সময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জানালেও তৎকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদের অংশ থাকায় তারা কখনোই তা কর্ণপাত করেনি। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের আন্দোলনের ফসল ও গণতান্ত্রিক বাংলাদেশের অংশ বলে মনে করি। সে কারণে তাদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে যে, প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তা হোক ক্যাম্পাসের ভেতরে অথবা বাইরে।

প্রসঙ্গত, রবিবার (২৯ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনালে একতা পরিবহনের হেল্পার ও চালকদের হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাস। এতে বাসের চালক জগদীশসহ অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়। জবির বাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে একতা পরিবহন মালিক কর্তৃপক্ষ। হামলায় ক্ষয়ক্ষতিতে গাড়ি মেরামত বাবদ ১২ হাজার ৯০০ টাকা, আহত ড্রাইভারের চিকিৎসা বাবদ ১ লাখ টাকা, হেল্পার ও শিক্ষার্থীদের চিকিৎসায়  ৩০ হাজার টাকা ও এ ঘটনায় আরো ২০ হাজার টাকা জরিমানা দেবে বলে জানায় একতা পরিবহন মালিক কর্তৃপক্ষ।

T.A.S / T.A.S

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক