ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সৈকতের পক্ষ নিয়ে জয়সওয়ালদের যা বললেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১২:৮

মেলবোর্নের বক্সিং ডে টেস্ট নিয়ে যেন দুই ভাগ হয়ে গিয়েছে পুরো ক্রিকেট দুনিয়া। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষের দুদিন পরেও চলছে ব্যাপক আলোচনা। স্নিকোমিটারের ত্রুটি আমলে নিয়ে তিনি চোখের দেখায় আউট দিয়েছিলেন যশস্বী জয়সওয়ালকে। আর তারপরেই বাংলাদেশি আম্পায়ারের ওপর চটেছে ভারতের ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যম। অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা, রবি শাস্ত্রীরা বলছেন শরফুদ্দৌলা ভুল করেননি। একই মত অন্যান্য ক্রিকেটারদেরও। কিন্তু ভারতের সাবেক  সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতো অনেকের মন্তব্য, প্রযুক্তির ওপর ভরসা রেখে নটআউট দেয়া উচিত ছিল টিভি আম্পায়ারের। 
কিন্তু সেই পথে হাঁটেননি আরেক সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না।  ১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান পক্ষ নিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের। বরং শরফুদ্দৌলার সমালোচনা করার বিপক্ষে বেশ শক্ত জবাব দিয়েছেন তিনি। ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে আলাপকালে খান্না বলেছেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’আকাশ দীপকে নিয়েও কড়া মন্তব্য তার, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি। শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন টেস্টের পর অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। সোশাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) শরফুদ্দৌলা সৈকতের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘স্নিকোমিটারের এখন ট্রেন্ডিংয়ে। এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘মজা করেই বলছি’।

 

 

Aminur / Aminur

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি