ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সৈকতের পক্ষ নিয়ে জয়সওয়ালদের যা বললেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১২:৮

মেলবোর্নের বক্সিং ডে টেস্ট নিয়ে যেন দুই ভাগ হয়ে গিয়েছে পুরো ক্রিকেট দুনিয়া। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষের দুদিন পরেও চলছে ব্যাপক আলোচনা। স্নিকোমিটারের ত্রুটি আমলে নিয়ে তিনি চোখের দেখায় আউট দিয়েছিলেন যশস্বী জয়সওয়ালকে। আর তারপরেই বাংলাদেশি আম্পায়ারের ওপর চটেছে ভারতের ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যম। অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা, রবি শাস্ত্রীরা বলছেন শরফুদ্দৌলা ভুল করেননি। একই মত অন্যান্য ক্রিকেটারদেরও। কিন্তু ভারতের সাবেক  সুনীল গাভাস্কার ও বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতো অনেকের মন্তব্য, প্রযুক্তির ওপর ভরসা রেখে নটআউট দেয়া উচিত ছিল টিভি আম্পায়ারের। 
কিন্তু সেই পথে হাঁটেননি আরেক সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না।  ১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান পক্ষ নিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের। বরং শরফুদ্দৌলার সমালোচনা করার বিপক্ষে বেশ শক্ত জবাব দিয়েছেন তিনি। ভারতের কিছু খেলোয়াড়কে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে আলাপকালে খান্না বলেছেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না সেখানে। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’আকাশ দীপকে নিয়েও কড়া মন্তব্য তার, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি। শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন টেস্টের পর অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। সোশাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) শরফুদ্দৌলা সৈকতের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘স্নিকোমিটারের এখন ট্রেন্ডিংয়ে। এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘মজা করেই বলছি’।

 

 

Aminur / Aminur

৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত

ট্রাম্পের জন্য আধা ঘণ্টা পিছিয়ে যায় খেলা, গ্যালারিজুড়ে ক্ষোভ-দুয়োধ্বনি

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ বললেন মেসি

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়