ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

২০২৫ সালে বাংলাদেশের ফুটবল : ব্যস্ত সূচিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১:৫৮

২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বছর। পুরুষ ও নারী বিভাগে এশিয়ান কাপ বাছাই থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ, ফিফা উইন্ডো ম্যাচ এবং জুনিয়র পর্যায়ের টুর্নামেন্ট নিয়ে সাজানো রয়েছে বাংলাদেশের ফুটবল ক্যালেন্ডার।
নারী ফুটবলের সূচি
নতুন বছরের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম শুরু হবে নারী ফুটবল দিয়ে। ফেব্রুয়ারি মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশ তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সম্মতি এখনো মেলেনি। প্রয়োজনে অন্য দেশকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
মার্চ এবং মে মাসেও রয়েছে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ। এরপর ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ বাছাই। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে।
জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জুলাই মাসে এবং এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই আগস্টে অনুষ্ঠিত হবে। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সাফ এবং এএফসি বাছাইও রয়েছে এই বছরে।
পুরুষ ফুটবলের সূচি
পুরুষ ফুটবলের ব্যস্ততা শুরু হবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে। এই ম্যাচটি ভারতের মাঠে অনুষ্ঠিত হবে, যা আরও বেশি আকর্ষণীয় হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য।
পুরো বছরে এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ দল। এর মধ্যে তিনটি ম্যাচ হোম ভেন্যুতে এবং দুটি অ্যাওয়ে। বাছাইয়ের পাশাপাশি সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের সুযোগও রয়েছে।
বছরের অন্যতম আকর্ষণ হবে সাফ চ্যাম্পিয়নশিপ, যা জুন থেকে জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্টের আয়োজন হবে।
জুনিয়র পর্যায়ে সাফ অনূর্ধ্ব-১৯ এবং এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও রয়েছে।
প্রত্যাশা ও সম্ভাবনা
২০২৫ সালটি বাংলাদেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং। নারী ও পুরুষ উভয় দলের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সাফ চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য থাকবে।
জুনিয়র পর্যায়ের সাফল্য আগামী দিনের ফুটবলের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। পরিকল্পিত প্রস্তুতি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫ সাল বাংলাদেশের ফুটবলে আরও এক নতুন অধ্যায় যোগ করতে পারে।

 

Aminur / Aminur

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি