রৌমারীর খাদ্যগুদাম কর্মর্কতার বিরুদ্ধে চাউল ও অর্থ আত্মসাতের অভিযোগ

রৌমারীর ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে সাড়ে ৫৬ মেঃটন চাউল ও ৮ লক্ষ টাকা আত্মস তের অভিযোগ উঠেছে। এনিয়ে তার বিরুদ্ধে বহু অপকর্মের চিত্র তুলে ধরে ৩৪ মিলার, ১৯ ঠিকাদার এবং ২জন কৃষক পৃথক পৃথকভাবে মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন ও প্রত্যাহার চেয়ে লিখিত অভিযোগ করে।
অভিযোগ সুত্রে জানা গেছে ১৯জন অভ্যান্তরীন পরিবহন ঠিকাদার খাদ্যশস্য পরিবহন কাজে নিয়োজিত। তারা খাদ্যশস্য চলাচল সুচীর মাধ্যমে চাউল পরিবহন করে থাকে। কিন্তু গত ২৯অক্টোবর ১৬নং চলাচল সুচীর মাধ্যম মের্সাস এসএস এন্টারপ্রাইজ কুড়িগ্রাম হতে ট্রাকযোগে ফেরীর মাধ্যমে রৌমারী খাদ্যগুদামে পৌছায়। এ সময় ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ শহিদুল্লাহ সম্পূর্ণ চাউল বুঝে নিয়ে ইনভয়েস এর প্রা্িপ্ত পুরন না করে বিভিন্ন টালবাহানা শুরু করেন। এক র্পযায়ে তিনি ১৪.৩১০মেঃটন চাউল প্রাপ্ত অস্বীকার করেন। এনিয়ে ওই ঠিকাদার প্রতিবাদ করলে তিনি ১৯জন অভ্যান্তরীন পরিবহন ঠিকাদার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে ১৯ ঠিকাদার বাদী হয়ে মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন ও প্রত্যাহার চেয়ে লিখিত অভিযোগ করে।
একইভাবে রৌমারী উপজেলার ৩৪ জন চালকল মিলার সরকারের র্শত অনুযায়ী প্রতিবছর খাদ্যগুদামে ধান ছাটাই করে চাউল সরবরাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ১০জন মিলার খাদ্যগুদামে শর্ত অনুযায়ী চাউল দিয়ে থাকেন। সম্প্রতি মের্সাস সুজল চালকল প্রোঃ গোলাম রসুল মিল, খাদ্যগুদামে চাউল জমাদেন। এসময় ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ শহিদুল্লাহ সম্পূর্ণ চাউল বুঝে নিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন। এক র্পযায়ে তিনি ১০মেঃটন চাউল অস্বীকার করেন। একইভাবে মালিহা চালকল প্রোঃ আবুল কাশেমের ১৩ টন, রাসেল চালকল প্রোঃ লিয়াকত ১১ মেঃটন, এসএস চালকল ৫.৫০ মেঃটন, অনুটালকল প্রোঃ আব্দুল খালেক ৩ মেঃটন চাউল তিনি জমা পাননি বলে জানান,এক পর্যায়ে পুনরায় চাউল জমা না দিলে মামলার হুমকি দেন। এনিয়ে প্রতিবাদ করলে তিনি মিলাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ৩৪ জন মিলার বাদী হয়ে জেলা খাদ্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন ও প্রত্যাহার চেয়ে লিখিত অভিযোগ করেন।
অপরদিকে কৃষক নাহিদ অভিযোগ করেন,আমিসহ ৩৩জন প্রান্তিক কৃসক সরকারের নির্ধারিত মুলের ৩মেঃটন হিসাবে মোট ৯৯মেঃটন ধান খাদ্যগুদামে সর্ম্পুন ভাবে জমাদান করার কথা। কিন্তু আমিসহ ১৬জনের ৩ মেঃটন ধান গুদামে জমাদেই। এসময় তিনি ১লাখ ৭০হাজার টাকা ঘুষ গ্রহন করেন। অথচ ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি)মুহাম্মদ শহিদুল্লাহ সর্ম্পুন ধান বুঝে নিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন। এক র্পযায়ে তিনি বলেন,১০মেঃটন তিনি প্রাপ্ত হননি। এনিয়ে প্রতিবাদ করলে তিনি নাহিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে নাহিদ বাদী হয়ে জেলা খাদ্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন ও প্রত্যাহার চেয়ে লিখিত অভিযোগ করে। এখনো তদন্ত হয়নি।
অপরদিকে রৌমারীর খাদ্যগুদাম কর্মকর্তা শহিদুল্লাহ’র বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন উলিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল ইসলামকে দায়িত্ব ভার দেন। তিনি গত ২৭ অক্টোবর থেকে তার উলিপুর কার্যালয় থেকে এ তদন্ত কার্যক্রম দায় সারা ভাবে শুরু করেছেন । এব্যাপারে উলিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্তের স্বার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তবে খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত রৌমারীর ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মুহাম্মদ শহিদুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পুর্ণ ব্যানোয়াট. ভুয়া.ও মিথ্যা। যারা ঠিকমত কাজ করেন না, আমি যা করছি তা সরকারি আইন মেনে করছি ।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসনাত মোহাম্মদ মিজানুর রহমান অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার কথাবলা চেষ্ঠা করেও সম্ভবনি।
কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম কাবীর খানের টেলিফোন নম্বরে কথা বলাহলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি ৩সদস্যের একটি তদন্দ টিম গঠন করে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করাহবে।
এমএসএম / এমএসএম

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা
