শেখ পরিবারের নামে থাকা শেকৃবির বিভিন্ন ভবনের নাম পরিবর্তন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের নামের পরিবর্তন করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই অভ্যুত্থান পরবর্তী শেখ কামাল ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এম মহবুবউজ্জামান অ্যাকাডেমিক ভবন। আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রশাসনিক ভবন। টিএসসি কমপ্লেক্সের নাম শেখ রাসেল টিএসসি কমপ্লেক্স পরিবর্তন করে রাখা হয়েছে শেকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্র। ড. এম. এ. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র।
এছাড়া বিভিন্ন হলের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ লুৎফর রহমান হলের নাম বিজয় ২৪ হল, কৃষকরত্ন শেখ হাসিনা হলের নাম বেগম রোকেয়া হল, শেখ সাহেরা খাতুন হলের নাম অপরাজিতা ২৪ হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বেগম সৈয়দুন্নেসা হল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩য় গেটের নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ গেইট।
নাম পরিবর্তন নিয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী রবিউল বলেন, ‘আগের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নামকরণের আওয়ামী নীতি অনুসরণ করেছিলো। তারা সরকারের প্রিয় পাত্র হতে সকল ভবনের নাম মুজিব পরিবারের ব্যক্তিবর্গের নাম অনুযায়ী রেখেছিলো। এমনকি প্রশাসনিক ভবনের নাম আওয়ামী নেতা আ ফ ম বাহাউদ্দীন নাছিমের নাম অনুসারে রাখা হয়েছিলো। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ, তারা ভবনগুলোর নাম পরিবর্তন করে কৃষির সাথে জড়িত ও মহৎ ব্যক্তিদের নাম অনুসারে রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলি বলেন,বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবন,গবেষণা কেন্দ্র এমনকি প্রশাসনিক ভবনও রাজনৈতিক ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছিল ।এগুলো শিক্ষার্থীদের কাছে ব্যাপক অগ্রহনযোগ্য হয়।দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দলীয় এসকল নাম পরিবর্তন করে সর্বাধিক গ্রহনযোগ্য ব্যক্তিদের নামে বিশ্ববিদ্যালয়ের ভবন,বিভিন্ন গবেষণা কেন্দ্রের নামকরণ করেছি।
এমএসএম / এমএসএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা
মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না
৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা