ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা( অবঃ)ফুড ডিরেক্টর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৪:১২

 ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ৪ জানুয়ারী ২০২৪ ইং সাবেক মেয়র আলী আকসাদ বিরুদ্ধে যে সাংবাদ সম্মেলন করে নানা রকমের মিথ্যা, ভিত্তিহীন মনগড়া বক্তব্য প্রদান করে তার প্রতিবাদে ও জমি ও ঢাকার বহুতল বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় আর ইউনিট ক্রয় করার জন্য টাকা দেন কিন্তু জমি,ফ্লাট বা টাকা ফেরত না পাওয়া সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর সংবাদ সম্মেলন করেছে একই উপজেলার পানাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবঃ) ফুড ডিরেক্টর
এস এ কে আজাদ বিরুদ্ধে । ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১১টায় আলফাডাঙ্গা রেড চিনি চাইনিজ রেস্টুরেন্ট সদ্য সাবেক মেয়র আলী আকসার ঝন্টু বক্তব্যে বলেন, আমি বিগত ১৩ আগষ্ট ২০২৩ ইং তারিখে অলফাডাঙ্গা পৌরসভাধীন বাজারে আমি আমার স্ত্রী মাকসুদা সুলতানা পলি নামে এস এ কে আজাদ এর নিকট থেকে ০৩.৭৫ শতাংশ জমির ক্রয় করি। ক্রয় জমি টাকা প্রথম ২৫ লাখ এবং ৭৫ লাখ টাকা পরবর্তীতে দিয়ে দিয়। ক্রয় জমি মোট মূল্য বাবদ ১ কোটি টাকা পরিশোধ করি। এবং ঢাকার শ্যামলীতে তার নামের বহুতল ভবনের ২য় তলার ৪ টি ইউনিট এবং গোপালগঞ্জ এর কাশিয়ানী উপজেলার পিঙ্পুলিয়া মৌজার ৫১ শতাংশ জমি বাবদ মোট মূল্য ৩ কোটি ৫০ লক্ষ তাহার মধ্যে আমার নিকট হইতে বায়না স্বরূপ বিগত ১৪.০৭.২০২৪ আমার নিকট থেকে ২ কোটি ৬০ লক্ষ আমার নিকট থেকে গ্রহণ করেন।এবং সিকিউরিটি হিসাবে আমাকে এস এ কে আজাদ একটি চেক ২ কোটি ৬০ লক্ষ টাকার ইসলামী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা দেয়। উক্ত চেক নং ২০৫০২০৯০২০১১৮২৮০০ MCM ৯৬৬৪৮৬৩। আমি এস এ,কে আজাদকে জমি ও ঢাকার বহুতল ভবনের ইউনিট দলিল করে দিতে বললে বিভিন্ন তালবাহানা করেন এবং বলেন আমার আগের জমির জমি বাবদ ৭০ লাখ টাকা আগে দাও। আমি ওই টাকা এখনো পায় নাই এভাবে মিথ্যা কথা বলে। এস,এ,কে আজাদ জমি ও ঢাকার ভবনে ইউনিট লিখে দিতে তালবাহানা করলে আমি উক্ত চেকটি আমার টাকা কালেকশন করার জন্য আমার নামে থাকা রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় জমা দিয়। এস,কে এ,আজাদ একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিসঅনার হয়। সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু আরো বক্তব্য বলেন আমি এস এ কে আজাদ তার পাওনা থাকা পরিশোধ করার পর তার কাছে থাকা আমার একটি ৭৫ লাখ টাকার চেক ফেরত দেয় না। চেক উদ্ধারের জন্য আমি একটি মামলা করি।মামলা ৯৮ ধারায় এবং মামলা চলমান। সে একজন মিথ্যাচার, দুর্নীতিবাজ, ঠকবাজ, প্রতারক, সরল বিশ্বাসে ভঙ্গকারী,। ঝন্টু বলেন এস কে এ আজাদ এর আগে তার পুত্র মেয়ে স্ত্রীর নামে মামলা করেছে। তার মেয়ে তার বিরুদ্ধে ফরিদপুর প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেন। সে আমার মান সম্মান নষ্ট করার জন্য অবপ্রচার চালাচ্ছে। আমি একজন সমাজসেবক সাবেক জনপ্রতিনিধি।

এমএসএম / এমএসএম

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ

বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন