আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা( অবঃ)ফুড ডিরেক্টর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ৪ জানুয়ারী ২০২৪ ইং সাবেক মেয়র আলী আকসাদ বিরুদ্ধে যে সাংবাদ সম্মেলন করে নানা রকমের মিথ্যা, ভিত্তিহীন মনগড়া বক্তব্য প্রদান করে তার প্রতিবাদে ও জমি ও ঢাকার বহুতল বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় আর ইউনিট ক্রয় করার জন্য টাকা দেন কিন্তু জমি,ফ্লাট বা টাকা ফেরত না পাওয়া সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর সংবাদ সম্মেলন করেছে একই উপজেলার পানাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবঃ) ফুড ডিরেক্টর
এস এ কে আজাদ বিরুদ্ধে । ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১১টায় আলফাডাঙ্গা রেড চিনি চাইনিজ রেস্টুরেন্ট সদ্য সাবেক মেয়র আলী আকসার ঝন্টু বক্তব্যে বলেন, আমি বিগত ১৩ আগষ্ট ২০২৩ ইং তারিখে অলফাডাঙ্গা পৌরসভাধীন বাজারে আমি আমার স্ত্রী মাকসুদা সুলতানা পলি নামে এস এ কে আজাদ এর নিকট থেকে ০৩.৭৫ শতাংশ জমির ক্রয় করি। ক্রয় জমি টাকা প্রথম ২৫ লাখ এবং ৭৫ লাখ টাকা পরবর্তীতে দিয়ে দিয়। ক্রয় জমি মোট মূল্য বাবদ ১ কোটি টাকা পরিশোধ করি। এবং ঢাকার শ্যামলীতে তার নামের বহুতল ভবনের ২য় তলার ৪ টি ইউনিট এবং গোপালগঞ্জ এর কাশিয়ানী উপজেলার পিঙ্পুলিয়া মৌজার ৫১ শতাংশ জমি বাবদ মোট মূল্য ৩ কোটি ৫০ লক্ষ তাহার মধ্যে আমার নিকট হইতে বায়না স্বরূপ বিগত ১৪.০৭.২০২৪ আমার নিকট থেকে ২ কোটি ৬০ লক্ষ আমার নিকট থেকে গ্রহণ করেন।এবং সিকিউরিটি হিসাবে আমাকে এস এ কে আজাদ একটি চেক ২ কোটি ৬০ লক্ষ টাকার ইসলামী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা দেয়। উক্ত চেক নং ২০৫০২০৯০২০১১৮২৮০০ MCM ৯৬৬৪৮৬৩। আমি এস এ,কে আজাদকে জমি ও ঢাকার বহুতল ভবনের ইউনিট দলিল করে দিতে বললে বিভিন্ন তালবাহানা করেন এবং বলেন আমার আগের জমির জমি বাবদ ৭০ লাখ টাকা আগে দাও। আমি ওই টাকা এখনো পায় নাই এভাবে মিথ্যা কথা বলে। এস,এ,কে আজাদ জমি ও ঢাকার ভবনে ইউনিট লিখে দিতে তালবাহানা করলে আমি উক্ত চেকটি আমার টাকা কালেকশন করার জন্য আমার নামে থাকা রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় জমা দিয়। এস,কে এ,আজাদ একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিসঅনার হয়। সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু আরো বক্তব্য বলেন আমি এস এ কে আজাদ তার পাওনা থাকা পরিশোধ করার পর তার কাছে থাকা আমার একটি ৭৫ লাখ টাকার চেক ফেরত দেয় না। চেক উদ্ধারের জন্য আমি একটি মামলা করি।মামলা ৯৮ ধারায় এবং মামলা চলমান। সে একজন মিথ্যাচার, দুর্নীতিবাজ, ঠকবাজ, প্রতারক, সরল বিশ্বাসে ভঙ্গকারী,। ঝন্টু বলেন এস কে এ আজাদ এর আগে তার পুত্র মেয়ে স্ত্রীর নামে মামলা করেছে। তার মেয়ে তার বিরুদ্ধে ফরিদপুর প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেন। সে আমার মান সম্মান নষ্ট করার জন্য অবপ্রচার চালাচ্ছে। আমি একজন সমাজসেবক সাবেক জনপ্রতিনিধি।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
