ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিউজিল্যান্ডের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১২:৩৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও হাতে রয়েছে এক মাসের বেশি সময়। তবে দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় ১২ জানুয়ারি। এরই মধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আইসিসির এই বড় প্রতিযোগিতাতেও কিউইদের অধিনায়কত্ব সামলাবেন সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সফল হওয়া মিচেল স্যান্টনার। তিন নবাগত তরুণ পেসার উইল ও'ররকি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথকে রাখা হয়েছে দলে। অলরাউন্ডারদের মধ্যে স্যান্টনার নিজে তো আছেনই; এছাড়াও রয়েছে মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রের মতো তারকারাও। এছাড়াও দলে রয়েছেন সিনিয়র ক্রিকেটার সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, টেস্ট দলের অধিনায়ক টম লাথাম।
মিচেল স্যান্টনার, টম লাথাম এবং কেন উইলিয়ামসন গতবারের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন। তাদের মধ্যে কেন উইলিয়ামসন তো তার আগেরবার ইংল্যান্ডেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিলেন। এদিকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি, সঙ্গে থাকছেন লুকি ফার্গুসন।
রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে জ্যাকব ডাফির নাম। লুকি ফার্গুসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে যদি নিজের নাম সরিয়ে নেন তবে স্কোয়াডে ঢুকে পড়বেন এই পেসার।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে নিউজিল্যান্ডের।
নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও'ররকি, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।

 

Aminur / Aminur

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ