ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা: রুনা খান

আলোচিত মডেল-অভিনেত্রী রুনা খান তার ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। বড় পর্দায় পা রেখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। সম্প্রতি ‘বোল্ড লুকে’ ফটোশুট করে আলোচনার জন্ম দেন। তার অভিনীত নতুন সিনেমা ‘নীলপদ্ম’। এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে জায়গা পেয়েছে এটি।
‘নীলপদ্ম’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সিনেমাটির শুটিং দৌলতদিয়া যৌনপল্লীতে হয়েছে। সেখানে প্রথম শুটিং করেন তিনি। সেখানকার যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করারও চেষ্টা করেন। কাজের ফাঁকে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, মিশেছেন খুব কাছ থেকে। শুটিংয়ে সেই অভিজ্ঞতা গণমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
রুনা খান বলেন, “প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম। শুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করেছি, ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করেছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করেছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলছে— মানে, আমি আপনি যা করি, ওরাও তাই করে। সাধারণ মানুষ ও যৌনকর্মীদের মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই। এ তথ্য উল্লেখ্য করে রুনা খান বলেন, “ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকানির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপরটা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি-আপনি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।
Aminur / Aminur

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা
