ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মুজিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা আফগানিস্তানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১২:৩৮

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান। চোট সারিয়ে দলে ফিরেছেন ইব্রাহিম জাদরান। তবে জাদরান ফিরলেও আফগানিস্তান পাবে না স্পিনার মুজিব উর রহমানকে। তার বদলে জায়গা করে নিয়েছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নজরকাড়া সেদিকুল্লাহ আটালকেও স্কোয়াডে রাখা হয়েছে। আফগান দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহিদী। যথারীতি আছেন তারকা স্পিনার রশিদ খান। এ ছাড়া দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিও। 
আইসিসির টুর্নামেন্টে দারুণ ছন্দে আফগানিস্তান। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভালো খেলেছিল রশিদ খানরা। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল তারা। এবার এশিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেও ভালো খেলার স্বপ্ন দেখছে দলটি। 
আফগানিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সরকার তাদের দেশের বোর্ডকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার অনুরোধ করেছে। যদিও ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আফগানিস্তানের বিপক্ষে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানরা। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে সেই ম্যাচ। ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচও একই মাঠেই। ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে খেলবে তারা।
আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমাতউল্লাহ ওমারজাঈ, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ ঘাজানফার, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফারিদ মালিক এবং নাভিদ জাদরান।
রিজার্ভ : দরবেশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি, বিলাল সামি

 

 

Aminur / Aminur

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ