ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

হঠাৎ বিপিএল ছাড়লেন কর্নওয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ১২:৪৯

চলমান বিপিএলে দর্শকদের অন্যতম আগ্রহের কেন্দ্রে ছিলেন ক্যারিবীয় ক্রিকেটার রাকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই ক্রিকেটার খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ঢাকায় প্রবেশের সময় এমকেএস ব্যাট হাতে চমকে দিয়েছিলেন সবাইকে। পরে খেলেছেন সিলেটের হয়ে কয়েকটি ম্যাচও। যদিও এবার তাকে নিয়ে জানা দুঃসংবাদ।

আসন্ন বিপিএলে রাকিমের আর খেলা হচ্ছে না। চোটের কারণে বিপিএল শেষ না করেই ফিরে গেলেন তিনি। চলতি আসরে আর দেখা যাবে না তাকে। এর আগে বিপিএলের শুরুতে যোগ দিলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি এই অলরাউন্ডারের। ফ্লু অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। 

সবশেষ সিলেট পর্ব শেষে জানা গেল, চোটের কারণে এই আসর শেষ রাহকিমের। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে কর্নওয়ালের একটি ভিডিও পোস্ট করে দলটি লিখেছে, 'ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ - চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাকিম কর্নওয়াল।'

এছাড়া কর্নওয়ালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সুস্থতা কামনা করেছে সিলেট স্ট্রাইকার্স, ‘মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।’

কর্নওয়ালের বিদায়ে কিছুটা হলেও ধাক্কা খেতে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। বর্তমানে পয়েন্ট টেবিলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তারা। ৬ ম্যাচ শেষে মাত্র ২ জয় তাদের। আছে তালিকার ৫ম স্থানে। 

এমএসএম / এমএসএম

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ