ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিপিএল নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যু বরাবরই অমিমাংসিত এক বিষয় যেন। চলমান একাদশ আসরেও ক্রিকেটারদের বেতন বকেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ক্রিকেটারদের অনুশীলন বর্জন করার মতো ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে ম্যাচ না খেলার হুমকিও দেওয়া হচ্ছে। 

এবারের বিপিএলের শুরুটা হয়েছিল টিকিট নিয়ে অব্যবস্থাপনায়। যদিও সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠা গেছে এতদিনে। এর মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আবারও টুর্নামেন্টের মাঝপথে বেকায়দায় বিসিবি। এবার জরুরি মিটিং ডেকেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। আজ (বুধবার) সন্ধ্যায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির কর্তাব্যক্তিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। সন্ধ্যা সাড়ে ৬ টায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির পরিচালকরা। যেখানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বাকিরা।জরুরি মিটিংয়ের মূল এজেন্ডা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দেশের রাজনৈতিক পালাবদলের পর বিসিবির নতুন নেতৃত্বে ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু শুরুতেই যেন প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আবারও বিতর্ক উঠেছে।

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে ফ্র্যাঞ্চাইজিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। 

হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা। ফ্র্যাঞ্চাইজিটির এক ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। 

এমএসএম / এমএসএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতের কোনো আম্পায়ার, আছেন সৈকত

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু

‘যেখানে মানসিক শান্তি পাব না, সেখানে দেশের জন্য কীভাবে পারফর্ম করব’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান তারকা ওপেনারের

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা

পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলির কাঁধে বড় দায়িত্ব দেখছেন গম্ভীর

অভিষেকেই ম্যাচসেরা হামজা, কেমন ছিল মাঠের পারফরম্যান্স

শেফিল্ডে শুরুতেই কাঁপিয়ে দিলেন হামজা

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

বিদ্রোহের মাঝেই ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ

প্লে-অফেই রিয়াল-সিটি লড়াই, বাকি ম্যাচে কে কার প্রতিপক্ষ