রোহিত-কোহলিদের জন্য আসছেন নতুন কোচ
অস্ট্রেলিয়া সফরটা মোটেই ভালো যায়নি ভারত দলের জন্যে। বোর্ডার-গাভাস্কার সিরিজটা খুইয়েছে ১০ বছর পর, সঙ্গে বাদ পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকে। এতকিছুর পর ভারতীয় দলে চলছে চুলচেরা বিশ্লেষণ। মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার সফর পর্যালোচনা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের বৈঠকও চলেছে লম্বা সময় নিয়ে।
এরইমাঝে নতুন খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের ভাষ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের পুরুষ দলের কোচিং স্টাফে নতুন এক কোচ নিয়োগের সম্ভাবনা যাচাই করছে। আর সেই নতুন কোচ আসতে পারেন ব্যাটিং কোচের পদে। জানুয়ারির ১১ তারিখ মুম্বাইতে হওয়া রিভিউ মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা হয়েছিল।
যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার সূত্রে ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই তাদের সাপোর্ট স্টাফকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে। তাদের ভাষ্য, এমন কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের নাম বিবেচনা করা হচ্ছে, যারা ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে ভারতের কোচিং স্টাফে রয়েছেন: মর্নে মর্কেল (বোলিং কোচ), অভিষেক নায়ার (সহকারী কোচ), রায়ান টেন ডেসকাটে (সহকারী কোচ) এবং টি দিলীপ (ফিল্ডিং কোচ)। আর প্রধান কোচ হিসেবে আছেন গৌতম গম্ভীর।
অস্ট্রেলিয়া সফর এবং সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে ভারতের ধারাবাহিক পরাজয়ের পর কোচিং স্টাফের ভূমিকা ও কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা চলছে। বিশেষত বিরাট কোহলির মতো খেলোয়াড়দের নিয়মিত একই ধরণের আউট হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেকরা।
এমএসএম / এমএসএম
টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক
ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?
কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট
টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি
বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের