ছাত্রত্ব ফিরে পেতে জোর তদবির ছাত্রদল নেতার, চাপে প্রশাসন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন।জানা যায়, ফরহাদ হোসেন ২০১৮ সালে পোষ্য কোটায় প্রথম বর্ষে ভর্তি হন। ভর্তি পরে ক্লাস নিয়মিত করলেও পরীক্ষায় পাশ করতে পারেন নি। একই সেমিস্টার পরপর ৩ বার অকৃতকার্য হন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, একই সেমিস্টারে পর্যায়ক্রমে ৩ বার কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে ড্রপ আউট (ছাত্রত্ব বাতিল) হয়ে যেতে হয়।
নিয়ম অনুযায়ী ২০২১ সালে ফরহাদ হোসেনের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ । ছাত্রত্ব না থাকার সত্ত্বেও ২০২২ সালে মে মাসে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ পান ফরহাদ হোসেন।
পরে রাজনৈতিক পটভূমি পালাবদল হয়। এরপর থেকে ছাত্রত্ব ফিরে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন এই ছাত্রদল নেতা।খোঁজ নিয়ে জানা যায়, আগামী ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির ৮৩ তম একাডেমিক কাউন্সিলর সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্রত্ব ফিরে পেতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর আবেদন করেছেন তিনি। অভিযোগ উঠেছে, একাডেমিক কাউন্সিলর সভায় নিজের ছাত্রত্ব ফিরে পেতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রভাবশালী নেতাদের মাধ্যমে জোর লবিং করছেন ছাত্রদলের এই নেতা।
মো. ফরহাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কলেজ গেট দোকানগুলোতে চাঁদাবাজি অভিযোগ রয়েছে।ড্রপ আউট হওয়ার এই দীর্ঘ সময়ের পর নিয়ম অনুযায়ী তিনি ছাত্রত্ব ফিরে পেতে পারেন না। আশা করি, নিয়মবহির্ভূতভাবে ছাত্রদলের এই নেতার ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে যাবে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, একাডেমিক কাউন্সিলর সভায় সে আবেদন করেছে। আবেদন সবাই করতে পারে। এ ব্যাপারে একাডেমিক কাউন্সিলর সিদ্ধান নেবে তার ছাত্রত্ব ফিরে পাবেকি পাবে না। আর কোন অনিয়মের মাধ্যমে কোন কিছু হবে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে ১০ মে (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে ৫ সদস্য বিশিষ্ট শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
আহমেদুল কবীর তাপসকে সভাপতি এবং বি.এম. আলমগীর কবীরকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তারিক, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে অনুমোদিত কমিটিতে আগামী ১৫ দিনের মাঝে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি ।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল