ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন রণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২৫ বিকাল ৫:৫৬
শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ (সিজন-২)’ অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল ১৭ জানুয়ারি রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘হলিডে ইন’-এ। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।  
এই আসরে সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতায় ১৪ বছর সফলতার সঙ্গে পার স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন আল মাসিদ (রণ)। তিনি বলেন, ‘‘সাংবাদিকতা দিয়েই ক্যারিয়ার শুরু, এখনো সেই কাজটিই ভালোবেসে করছি। কাজের জন্য সম্মান ও স্বীকৃতি পাওয়া সবার জন্যই ভীষণ আনন্দের। ২০২০-এ ‘আলী যাকের সম্মাননা’ পেয়ে যেমন ভালো লেগেছিলো, এবার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েও একই রকম অনুভূতি হচ্ছে। অতীতের মতো আগামীতেও নিজের কাজটি সততার সঙ্গে করে যেতে চাই। কাজের পরিসরকে আরও বিস্তৃত করতে চাই। এই পুরস্কারপ্রাপ্তির জন্য আমার পরিবার এবং যতোগুলো গণমাধ্যমে কাজ করেছি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। কারণ তারা আমাকে স্বাধীনভাবে কাজটি করার সুযোগ দিয়েছেন। শিল্পাঙ্গনের সকল শিল্পী, কলা-কুশলীদের প্রতিও কৃতজ্ঞতা, তারা আমাকে সহজভাবে গ্রহণ করেছেন বলেই কর্মক্ষেত্র মসৃণ হয়েছে।’
প্রসঙ্গত, আল মাসিদ (রণ) ২০১০-এ ছাত্রবেলাতেই সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা শুরু করেন। তিনি দেশের স্বনামধণ্য গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক যায় যায় দিন, দৈনিক ভোরের পাতা, দৈনিক ডেসটিনি ও বিডি নিউজ২৪.কম-এ বিগত ১৪ বছর ধরে কাজ করেছেন। বর্তমানে বার্তা২৪.কম-এ সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব করছেন। সাংবাদিকতার বাইরে তিনি একজন থিয়েটার অ্যাকটিভিস্ট। এছাড়া দেশের অন্যতম সম্মানজনক একাধিক অ্যাওয়ার্ড শোতে জুরি বোর্ড মেম্বার ও মিডিয়া কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেয়েছেন সম্মানসূচক পুরস্কারও। এরমধ্যে রয়েছে বাংলাদেশে ইনস্টিটিউট অফ ফিল্ম এন্ড আর্টস (বাইফা) ২০২৩, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ ও ২০২৪, গর্বিত বাবা সম্মাননা ২০২৩ ও ২০২৪ এবং বাংলাদেশ গ্রীণ লিফ কালচারাল ফোরাম (বিজিসিএফ) অ্যাওয়ার্ড ২০২৪। 
উল্লেখ্য, স্বপ্ননিবাস প্রেজেন্ট ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-২’তে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 
এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার পেয়েছেন রিজিয়া পারভীন, রবি চৌধুরী, ন্যান্সি, মিলা, শিমলা, আজিজুল হাকিম, রুনা খান, সাবিলা নূর, কুসুম শিকদার, আনিকা কবির শখ, মৌসুমি হামিদ, পিয়া জান্নাতুল, আব্দুন নুর সজল, ইভান শাহরিয়ার সোহাগ, দেবাশীষ বিশ^াস, মহিদুল মহিম, আভরাল মাহির, রোশান, খায়রুল বাসার প্রমুখ।

এমএসএম / এমএসএম

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা