ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখল নাইজেরিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ৩:১৮

নাইজেরিয়াকে খেলার দুনিয়াতে সবচেয়ে ভালোভাবে মনে রাখা যায় ফুটবলের জন্য। সঙ্গে ট্র্যাক এন্ড ফিল্ডের ইভেন্টেও অলিম্পিকে নাইজেরিয়াকে দেখা যায় নিয়মিত। কিন্তু ক্রিকেটের জন্য নাইজেরিয়া একেবারেই অপরিচিত। প্রথমবারের মতো সেই দেশটির ক্ষুদে নারী ক্রিকেটাররা এসেছেন আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে।

আর প্রথম আসরেই বড় এক অঘটনের জন্ম দিয়ে ফেলেছে তারা। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হারিয়ে দিয়েছে ২ রানের ব্যবধানে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা। প্রথম দুই ম্যাচ শেষে এখনো তারা বিশ্বকাপে অপরাজিত! 

মালয়েশিয়াতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান। পিটি লাকি করেছেন ১৮ রান। আর ২৫ বলে ১৯ রান লিলিয়ান উডের। 

জবাবে নিউজিল্যান্ডের ওপেনার কেট আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে চাপ বেড়েছে বারবার। মাঝে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। 

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া।

এমএসএম / এমএসএম

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ বললেন মেসি

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!