কোয়ার্টারে কঠিন পরীক্ষায় বার্সা, রিয়ালের সামনে সহজ প্রতিপক্ষ
কদিন আগেই ঘরোয়া কাপ প্রতিযোগা স্প্যানিশ সুপারকোপা জয় করে এসেছিল বার্সেলোনা। সেটাও প্রবল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানের বিশাল জয়ের মাধ্যমে। সেই সুখস্মৃতি পার না হতেই আরেকটি কাপ শিরোপার সূচি বার্সেলোনার সামনে।
স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার (২০ জানুয়ারি)। যেখানে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভ্যালেন্সিয়াকে। আর রিয়াল মাদ্রিদ খেলবে লেগানেসের বিপক্ষে। চলতি মৌসুমটা ভ্যালেন্সিয়ার জন্য একেবারেই ভালো যাচ্ছে না। তবে নামের ভারে খানিক মানসিকভাবে উজ্জীবিত থাকবে দলটির খেলোয়াড়রা। অন্যদিকে পুঁচকে লেগানেসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদ।
বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেতাফে। আর আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। কোপা দেল রে'র শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে।
কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র। সেমিফাইনালের ড্র-তে এই রিয়াল ও বার্সার মধ্যেকার এল-ক্লাসিকো দেখা যেতেও পারে। আবার সেটা হতে পারে ফাইনালেও। তবে প্রায় একদশক ধরেই কোপা দেল রে’র ফাইনালে দেখা হয়নি দুই দলের। সবশেষ ২০১৪ এর এল-ক্লাসিকো ফাইনালে রিয়াল জিতেছিল ২-১ গোলে।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের ড্র
রিয়াল মাদ্রিদ-লেগানেস
বার্সেলোনা-ভ্যালেন্সিয়া
অ্যাতলেটিকো মাদ্রিদ-গেতাফে
রিয়াল সোসিয়েদাদ-ওসাসুনা
এমএসএম / এমএসএম