ফ্রান্স দলে ফেরাটা সুখকর হলো না বেনজেমার
দল ৩-০ গোলে ওয়েলশকে হারিয়েছে বটে, কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখলে পাঁচ বছর পর কারিম বেনজেমার ফ্রান্স দলে ফেরাটা মোটেও সুখকর হয়নি। পেনাল্টি মিস করেছেন, একটা শট আবার গিয়ে লেগেছে গোল পোস্টেও। ফলে গোলহীনতা দিয়েই আবার জাতীয় দলে যাত্রা শুরু করলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
দলের তারকা স্ট্রাইকারের এমন ব্যর্থতায় রিয়াল মাদ্রিদ সমর্থকরা কিছুটা আশাহতও হতে পারেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ভক্তকুল এ ম্যাচ থেকে পেতে পারেন নতুন আশাও। দুই ফরোয়ার্ড অ্যান্টোয়ান গ্রিজমান আর উসমান দেম্বেলে যে পেয়েছেন গোলের দেখা। সঙ্গে কিলিয়ান এমবাপের গোল ফরাসিদের এনে দিয়েছে দারুণ এক জয়।
গোলহীনতায় শেষ হলেও বেনজেমার শুরুটা ছিল চোখে পড়ার মতো। ৪ মিনিটেই পগবার ক্রসে তার দারুণ এক হেডার ফেরাতে হয় প্রতিপক্ষ গোলরক্ষককে। এরপর পগবাই গোল করতে পারতেন ২৩ মিনিটে, যদি ওয়েলশ গোলরক্ষক ড্যানি ওয়ার্ড আবারও দেয়াল হয়ে না দাঁড়াতেন। ফিরতি চেষ্টায় বেনজেমার শট লাগে ডিফেন্ডার নিকো উইলিয়ামসের হাতে। দীর্ঘ ভিএআর পরীক্ষার পর তাকে লাল কার্ড, সঙ্গে ফ্রান্সকে পেনাল্টি দেন রেফারি।
তবে তা থেকে মোটেও লাভবান হয়নি ফ্রান্স। পেনাল্টি থেকে ব্যর্থ হন বেনজেমা। ব্যর্থ হন বললে ভুল হবে, ওয়ার্ড আবারও দেয়াল হয়ে দাঁড়ান। তবে ৩৫তম মিনিটে আর পারেননি। আদ্রিয়েন র্যাবিওর শট কোনোক্রমে ঠেকান তিনি, তবে ফিরতি বলটা যায় এমবাপের কাছে, তার গোলেই এগিয়ে যায় ফরাসিরা। ৪২ মিনিটে আবারও ওয়ার্ড-বীরত্বে রক্ষা পায় ওয়েলশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। এমবাপের ফ্লিক থেকে বলটা যায় গ্রিজমানের কাছে। বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড।
৭৯ মিনিটে ওয়েলশের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আরেক বার্সেলোনা ফরোয়ার্ড দেম্বেলে। তবে তাতেও বেনজেমার দুর্ভাগ্যের হাত আছে বৈকি! বাইলাইন থেকে জুলস কুন্দের ক্রস দারুণ দক্ষতায় মাটিতে নামিয়ে শট নেন বেনজেমা, তবে তা প্রতিহত হয় গোলপোস্টে। ফিরতি শটে গোল করেন দেম্বেলে।
ফলে ইউরো পুনরুদ্ধারের মিশনের প্রস্তুতিটা ভালোভাবেই শুরু করেছে কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা। আগামী ১৬ জুন প্রতিযোগিতার ‘মৃত্যুকুপ’ গ্রুপ এফ-এ জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে দলটি। গ্রুপে তাদের আরও দুই প্রতিপক্ষ ইউরো শিরোপাধারী পর্তুগাল ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ইউরোর আগে আরও একটা প্রীতি ম্যাচ পাচ্ছে ফরাসি দলটি, আগামী ৯ জুন বুলগেরিয়ার বিপক্ষে খেলবেন বেনজেমারা।
প্রীতি / প্রীতি
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন
এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা
৯৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো
লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে
বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত