মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো সুন্নী এস্তেমা
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শেষ হলো ৩ দিনব্যাপী সুন্নি ইজতেমা লক্ষ্মীপুরে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী সাইফিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী সুন্নি ইজতেমা। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় আশেকে তরিকতের এই মিলনমেলা।
মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ দুর্ভিক্ষ, মহামারি, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে হেফাজতের জন্য দোয়া ও দেশের সকল বীর শহীদের আত্মার মাগফেরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া চাওয়ার মধ্য দিয়ে শেষ হয় 'পবিত্র সুন্নি এস্তেমা ২০২৫'। ইজতেমায় মূল বয়ান পেশ করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর পীর সাহেব, রাহনুমায়ে আশেকানে সাইফি আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।
২৩ জানুয়ারি বাদ ফজর জিকির আসকার আর এবাদত বন্দেগীর মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনের সুন্নি ইজতেমা। ঐদিন বাদ জোহর দুপুর ২টায় ইজতেমা উদ্বোধন করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর এর বর্তমান পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকী।কাদেরিয়া সাইফিয়া দারুসুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পীরজাদা শাহ রেজায়ে রাব্বী সিদ্দিকী ও পীরজাদা হামদে রাব্বী সিদ্দিকী।
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহ সূফী মুর্শিদে হক লক্ষ্মীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ খ্যাত পবিত্র সুন্নি ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেন হাজার হাজারও ধর্মপ্রাণ মুসল্লী।লক্ষ্মীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অন্তর্গত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও সুন্নি ইজতেমার আয়োজন করে আঞ্জুমানে জাকেরিন মোজাহিদ কেন্দ্রীয় পরিষদ, লক্ষ্মীপুর।
মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন আস সাইফি এবং ইসমাঈ হোসেন সিরাজী'র সঞ্চালনায় ইজতেমার দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচিতে আত্মশুদ্ধিতা অর্জনের লক্ষ্যে ঈমান আমল ও আকিদা বিষয়ে মূল্যবান বয়ান পেশ করেন, ঢাকা বিশ্ব বিদ্যালয় ফার্সি বিভাগের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা ড. আহসানুল হাদী, হযরত মাওলানা মুফতী নাজমুস সায়াদাত ফয়েজী, মুফতী ফরীদুল আলম রেজবীসহদেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সকল ধর্মের মানুষ সত্যিকারের মুমিনের কাছে নিরাপদ। ধর্মীয় উস্কানি বা হানাহানির নাম ইসলাম নয়, নম্রতা এবং বিনয় হলো ইসলামের শিক্ষা। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সমসাময়িক বিষয় বর্ণনায় বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান।
ইজতেমায় আগতদের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ, মাস্ক বিতরণ সহ সকল কার্যক্রমে সন্তুষ্টির কথা জানান আগত মুসল্লিগণ।
প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে এবারের সুন্নি ইজতেমায়। উল্লেখ্য, সাইফিয়া দরবার শরীফো প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় রাসুল প্রেমের মহাসমাবেশ খ্যাত ঐতিহ্যবাহী এই সুন্নি ইজতেমা।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক