ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিয়মে থাকলেও বিদেশি খেলায়নি রাজশাহী, যা বলছেন প্রতিপক্ষ কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ১:২৭

দিনভর নাটকীয়তা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে আসেনি দুর্বার রাজশাহী। যখন এলো তখন আবার নেই বিদেশি ক্রিকেটাররা। কারণ পারিশ্রমিক জটিলতা। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে দুর্বার রাজশাহী খেলতে নেমেছিল সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে গঠিত এক একাদশের সাহায্যে। 

যদিও বিপিএলের নিয়ম অন্তত দুজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে শুরুর একাদশে। সেই নিয়মটা পালন করেনি রাজশাহী। কিংবা বলা যেতে পারে, নিয়ম পালন করতে পারেনি তারা। 

রাজশাহী অবশ্য তাতে ভড়কায়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে ঠিকই ২ রানের শ্বাসরুদ্ধকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচ শেষে রংপুর রাইডার্স কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে জানতে চাওয়া হলো প্রতিপক্ষের এমন বিশেষ নিয়ম নিয়ে। প্রতিক্রিয়ায় অবশ্য বেশ স্বাভাবিক ছিলেন তিনি। 

আশরাফুলের ভাষ্য, ‘আসছিলাম যখন শুনছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়ত আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা এটা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের থেকে দেশিরাই বেটার ছিল। যারা খেলেছে তারাই, লোকালরা যারা বসে থাকেন তারাই ভালো প্লেয়ার আমার মনে হয়। এবার দেখেন অতটা কোয়ালিটি বিদেশি কিন্তু কমই এসেছে সব দলে।’

শুরুতে দারুণ বোলিং করা রংপুর খেই হারিয়েছিল শেষ ভাগে গিয়ে। এ ব্যাপারে আশরাফুল বলেন, ‘অবশ্যই আমাদের কাছে সুযোগ ছিল ১০০ এর মধ্যে রাখা। যখন ৭০/৭ বা ৮ ছিল। সানজামুল (ইসলাম) ভালো করেছেন শেষ দিকে। আমাদের বোলাররাও আসলে যে জায়গায় বল করা উচিত ছিল সেখানে করতে পারেনি। রানা ব্যাক অব লেন্থে করেছেন। ওর যে পেস, যদি একটা ইয়র্কার, একটা ব্যাক অব লেন্থে ট্রাই করত তাহলে অন্যকিছু হতে পারত।’

ক্রিকেটারদের বেতন ইস্যুতে দেশের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনিও জানালেন এমন বিষয়টা হতাশার, ‘১১তম আসরে এসে (এমন কিছু) অবশ্যই হতাশাজনক  আইপিএল ১৭তম মনে হয় চলছে। গত ২০২৩ বিশ্বকাপে গিয়ে দেখেছি আইপিএলের কারণে প্রতি ভারত স্টেটে স্টেডিয়াম তৈরি করেছে। আমরা একই জায়গায় প্রতিবার টুর্নামেন্ট করি, আগের দিন হেলমেট আসে। আশা করি পরের বার তারা সচেতন হবে।’ 

এরপরেই গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে আশরাফুল বললেন, ‘মিডিয়াকে বলব, আপনারা এই নিউজগুলা একটু কম করলে ভালো হয়। জানি আপনাদের নিউজের কারণে অনেকে পেমেন্ট পায়, তবে আমার মনে হয় এগুলা না করলেই ভালো।’

এমএসএম / এমএসএম

বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল

বদলা নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের রানি সাবালেঙ্কা

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ বললেন মেসি

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!