বার্নস–হামিদের ব্যাটে রোমাঞ্চের অপেক্ষা
বড় টার্গেটে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিক ইংলিশরা। দুই ওপেনার ররি বার্নস–হাসিব হামিদের ব্যাটিং দৃঢ়তায় চতুর্থ দিনটা পেরিয়েছে কোনো বিপদ ছাড়াই। আজ ম্যাচের শেষ দিনে ইংলিশদের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি অপেক্ষা করাচ্ছে রোমাঞ্চের!
অবশ্য ওভাল টেস্টের রোমাঞ্চটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকেই। রবিনসন–ওকসের তোপে সফরকারী কোহলিরা থামে ১৯১ রান করে। ব্যাটিং ব্যর্থতায় পড়ে ইংলিশরাও। মাঝের দিকে নামা অলি পোপের ৮১ আর শেষে ক্রিস ওকসের ফিফটিতে প্রথম ইনিংসে ৯৯ রানের লিড পায় রুটরা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে লিড শোধ করেও দুর্দান্ত অবস্থানে থাকে ভারত। রোহিতের ১২৭ রানের সঙ্গে পুজারার ৬১ তে তিন উইকেটেই ২৩৭ করে ফেলে ভারত। তবে মিডল অর্ডার খুব একটা ভালো করতে না পারলেও শেষের দিকে ব্যাট হাতে ঝলক দেখান শার্দুল-বুমরা-উমেশ। ইনিংসে দ্বিতীয় বারের মত ওয়ানডে স্টাইলে ফিফটি করেন শার্দুল (৬০)। সিরিজে প্রথম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন রিশাব পান্ত। তাতে লিড শোধ করেও ৩৬৮ রানের বিশাল টার্গেট পায় ভারত।
ওভালে ভারতকে হারাতে হলে একটা রেকর্ড ভেঙে গড়তে হবে ইংলিশদের। ২০১৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল তারা। আজ ভারতকে হারাতে হলে সে রেকর্ড নতুন করে গড়তে হবে হাসিব–বার্নসদের।
তবে টার্গেটে নেমে দুর্দান্ত শুরু করা হাসিব হামিদ আশা জাগাচ্ছে। দীর্ঘদিন পর ফেরার ম্যাচে ফিরেছিলেন শুন্য রানে। পরের টেস্টে ফিফটি ছাড়াতে পারলেও ওভাল টেস্টের প্রথম ইনিংসেও দেখা পায়নি রানের। তবে ইংলিশদের গুরুপ্তপূর্ণ সময়ে দারুণভাবে হাল ধরলেন এই ব্যাটসম্যান। ক্রিজে পঞ্চম দিনে ৪৩ রানে ব্যাট করবেন হাসিব। তাকে সঙ্গ দিবেন ররি বার্নস (৩১)।
এবার দেখার বিষয় পঞ্চম দিনে বুমরা-সিরাজরা কত দ্রুত তুলে নিতে পারে ইংলিশদের ১০ উইকেট। অন্যদিকে ১০ উইকেট হাতে থাকায় রেকর্ড গড়ে জেতার হাতছানিও নিশ্চয়ই দেখছে ইংলিশরা। এবার অপেক্ষা শেষ দিনের রোমাঞ্চের। বিকেলে কেনিংটন ওভাল স্টেডিয়ামে গড়াবে শেষ দিনের খেলা।
প্রীতি / প্রীতি
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫
খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা
সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা
নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স
প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল
দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে