ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তাড়াশে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ সংখ্যালঘু আহত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ১০:৪৬
 সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল করাকে কেন্দ্র করে এক সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় চার সংখ্যালঘু মারাত্মক আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নরেন্দ্র নাথ সরকার (৭০)। আসামীরা হলেন, আব্দুল মজিদ (৫০), শামীম (৩৫), হামিদুল (৩২), রাকিব (২৮), জাহাঙ্গীর হোসেন (৫০) ও উজ্জল (৩৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের নরেন্দ্র নাথ সরকার দুলিশ্বর মৌজা, যার জে,এল নং ৩৭, খতিয়ান নং ১৪২, দাগ নং ৭৭৯, পরিমাণ ৫২ শতাংশের কাতে ১৭ শতাংশ ভ‚মি পৈতিক সম্পত্তি রেকর্ড সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছেন। কিন্তু জায়গাটি বাজার সংলগ্ন হওয়ায় একই গ্রামের মৃত হাজী আব্বাসের ছেলে আব্দুল মজিদ গং ক্রয়সূত্রে মালিক দাবী করে জোড়পূর্বক বেদখল দেয়ার পায়তারা করেন। 
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সংখ্যালঘু নরেন্দ্র নাথ সরকার ওই জায়গায় ঘর নির্মান করতে গেলে আব্দুল মজিদ গংয়ের লোকজন সন্ত্রাসী কায়দায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড়, বাশেঁর লাঠি-শোটা নিয়ে নরেন্দ্র নাথ সরকারসহ তাঁর লোকজনের উপর অতর্কিত হামলা করে। তাদের হামলায় নরেন্দ্র নাথ সরকার, ছেলে গৌতম (২৮), নরত্তোম (২৪), মামাতো ভাই বিরেশ ভৌমীক (৪৮) মারাত্মক আহত হন। আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নরত্তোমের অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় ঘর নির্মানের জন্য রাখা ৮ বান ঢেউটিন ও সিমেন্টের ১৬টি খুঁটি সহ নির্মান উপকরণ লুঠ-পাঠ করে নিয়ে যায় হামলাকারীরা।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, আমার ক্রয়কৃত জায়গায় জোর করে ঘর তুলতে ছিল। আমি সেখানে নিষেধ করেছি মাত্র।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়