ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

জাবি সায়েন্স ক্লাবের নতুন সভাপতি সৌরভ, সম্পাদক মুসা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ১২:৩৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সৌরভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মুসা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহাবুল হক ও মাহমুদুল হাসান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক এলোরা রাশিদ ও শামীম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান পাপন, অর্থ সম্পাদক নাজমুন নাহার নীপা, যুগ্ম অর্থ সম্পাদক মো. ফারওয়া মুনজির রাফিদ, অফিস সম্পাদক সুকর্ণা কুন্ডু জাবা, যুগ্ম অফিস সম্পাদক আতাউর রহমান, হেড অব প্রমোশন সাজু মন্ডল, কো-হেড অব প্রমোশন প্রমা সাহা সেবা, হেড অব পাবলিকেশন রাফসান মাহমুদ জিসান, কো-হেড অব পাবলিকেশন লিমা খাতুন, হেড অব পাবলিক অ্যাফেয়ার্স প্রীতম রায়, কো-হেড অব পাবলিক অ্যাফেয়ার্স আফসানা মিমি, হেড অব সায়েন্টিফিক রিসার্চ তানভীর মাজহার, কো-হেড অব সাইন্টিফিক রিসার্চ, ইরফাতুল জান্নাত তানিয়া, হেড অব প্রজেক্ট মো. মনোয়ার হোসেন, কো-হেড অব প্রজেক্ট, সঞ্জয় রাজবংশী, হেড অব আইটি মাইসা খানম, কো-হেড অব আইটি খালেকুজ্জামান ফাহিম, হেড অব আর. এন্ড ডি. মো. সাইফুল আলম, কো-হেড অব আর. এন্ড ডি. মাহমুদুল হাসান রাকিব, হেড অব এইচআরএম সাইয়েদ কায়েস মাহমুদ, কো-হেড অব এইচআরএম উম্মে আফসানা জাহান লাবিবা, হেড অব সোশ্যাল অ্যাক্টিভিটিজ সাজেদুল কালাম, কো-হেড অব সোশ্যাল অ্যাক্টিভিটিজ তারেক আহমেদ।

নবনির্বাচিত সভাপতি মো: সৌরভ বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নবগঠিত কার্যকরী পর্ষদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীদের নেতৃত্ব গুণাবলি ও দক্ষতা বৃদ্ধিতে জাবি সায়েন্স ক্লাব কাজ করে যাবে। জাবি সায়েন্স ক্লাবের সুনাম দেশব্যাপী রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের গৌরবময় অবস্থান অক্ষুণ্ন রাখতে গবেষণামূলক কাজ ও বিজ্ঞানচর্চার প্রসারে সর্বাত্মক চেষ্টা করবো। এ ক্লাবকে দেশের ক্যাম্পাসভিত্তিক বিজ্ঞান ক্লাবগুলোর রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, এবারের কমিটিতে ব্যতিক্রম হয়েছে—প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক আলাদা ব্যাচ থেকে নির্বাচিত হয়েছি, যা নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে। আমাদের দায়িত্ব শুধু পরিচালনা নয়, বরং ক্লাবকে আরও গতিশীল ও সময়োপযোগী করা।

বিজ্ঞানচর্চার প্রসার, উদ্ভাবনী উদ্যোগ ও ক্লাবের গৌরব ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাবেকদের পরামর্শ, সদস্যদের একাগ্রতা ও সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি।

বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানভিত্তিক সমাজ গঠন, স্কিল ডেভেলপমেন্ট ও কানেক্টিভিটি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সায়েন্স ক্লাব এসব দিককে গুরুত্ব দিয়ে তরুণদের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, সায়েন্স ক্লাব তার সাবেকদের দক্ষ পরিচালনায় আজ মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। সদস্যরা নিজেদের সৃজনশীল দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে উচ্চশিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, শাকিল ইসলাম, তারেক মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন, মামুন ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি