ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্রোহের মাঝেই ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ১২:৪৪

মাঠ সমস্যার জন্য গত কয়েকদিন মাঠে অনুশীলন হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। আজ (শনিবার) সকালে ব্রিটিশ কোচ পিটার বাটলার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ নারী ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। ক্যাম্পে ৩১ জন থাকার কথা থাকলেও, কোচের বিরুদ্ধে বিদ্রোহের কারণে ফুটবলারদের বড় একটি অংশ অনুশীলনে নেই। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে আজই ছিল বাটলারের প্রথম অনুশীলন। 

বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি এখনও যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন বাটলারের প্রথম অনুশীলন করেছেন। তারা হলেন– রিপা, আফিদা, আইরিন, কোহাতি কিসকু, প্রান্তি, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, সুরমা ও প্রীতি।

জাতীয় দলের বাকি ১৮ জন অনুশীলন বয়কট করেছেন। সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা, মাসুরা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণা, রুপ্না চাকমার মতো সিনিয়র খেলোয়াড়ের পাশাপাশি নীলার মতো উঠতি কয়েকজনও আছেন এই বয়কটে। তারা গত পরশু (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাটলারের অধীনে কোনও অনুশীলন করবেন না। তাকে বাফুফে কোচ পদে বহাল রাখলে তারা ফুটবল থেকেই সরে যাবেন। সেই অবস্থানে অনড় থাকায় আজ তারা অনুশীলনে উপস্থিত হননি।

সাফের আগে থেকেই কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব। পরে সাফের মাঝেই সেটি প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনা খাতুনরা নাখোশ ছিলেন কোচ বাটলারকে নিয়ে। বাফুফে খেলোয়াড়দের সমস্যার বিষয়টি গুরুত্ব না দিয়ে দুই বছরের জন্য কোচের সঙ্গে চুক্তি করে। উদ্ভুত এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি করেছে বাফুফে। আজ বিকেলে সেই কমিটির সভা হওয়ারও কথা রয়েছে।

২০২১ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হওয়ার পর এই ভেন্যুতে এটাই জাতীয় দলের প্রথম অনুশীলন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যু বুঝে পায়নি। ফলে স্টেডিয়ামটি এখন সাময়িকভাবে নারী দলের অনুশীলনের জন্য ব্যবহার করছে।

এমএসএম / এমএসএম

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

হাত নেড়ে সমর্থকদের ‘গুড বাই’ বললেন মেসি

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

অশ্রুসিক্ত স্কালোনি, মেসির উত্তরসূরি ও নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন

‘নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে’

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ!

নিষেধাজ্ঞা এড়ালেও শাস্তি থেকে মুক্তি নেই ব্রাজিল তারকার!

ভারত সিরিজ খেলতে না আসায় আর্থিক লোকসানে বিসিবি

সাইফুদ্দিনকে একাদশে না দেখে সিলেটের দর্শকরা হতাশ

লিটনের অধিনায়কত্ব খুবই ব্রিলিয়ান্ট: বিসিবি সভাপতি বুলবুল