ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ভারতীয় নায়িকার মন ভাঙলেন পাকিস্তানি অভিনেতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ২:১৫

দর্শকের কাছে ‘ড্রামা কুইন’ হিসেবেই পরিচিত ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। দিন কয়েক আগে অভিনেত্রী ঘোষণা করেন, তিনি নাকি পাকিস্তানের পুত্রবধূ হতে চলেছেন। তাকে বিয়ে করতে নাকি খুব বেশি আগ্রহী পাকিস্তানের এক অভিনেতা। তার নাম দোদি খান। অভিনয়ের পাশাপাশি পেশায় একজন ব্যবসায়ীও তিনি।

রাখি জানিয়েছিলেন, ইসলামিক রীতি মেনেই বিয়ে হবে তাদের। পরে তিনি ভারতে একটি রিসেপশনের আয়োজন করবেন এবং হানিমুনে নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে যাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু, নায়িকার এত সব প্ল্যানের পর ভেস্তে গেল সবকিছু। শোনা যাচ্ছে, রাখিকে বিয়ে করতে অস্বীকার করেছেন দোদি খান।

বলা বাহুল্য, পাকিস্তানি অভিনেতার এই বিয়েতে অস্বীকার মন ভেঙেছে রাখির। বৃহস্পতিবার রাতে দোদি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, রাখিকে বিয়ে করতে চান না তিনি। আর তা শুনেই রেগে গেছেন অভিনেত্রীর ভক্তরা।

সেই ভিডিওতে দোদি খান বলেন, ‘কিছুদিন আগে আপনারা সামাজিক মাধ্যমে আমার একটি ভিডিও দেখেছিলেন। যেখানে আমি রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যখন আমার সঙ্গে তার পরিচয় হয়, তখন মনে হয়েছিল তিনি এমন একজন মানুষ, যিনি ঈশ্বরকে খুব ভালোবাসেন। তিনি তার জীবনে অনেক উত্থান-পতনও দেখেছেন। বাবা-মাকে হারিয়েছেন ঠিকই, কিন্তু যতদিন তারা বেঁচেছিলেন দেখাশোনা করেছেন। আমার খুব ভালো লেগেছিল তাকে। তাই প্রস্তাব দিয়েছিলাম।’

অনেকেই বলছেন, এটা ভারতীয় অভিনেত্রীর অনুভূতিতে আঘাত। কেউবা লিখেছেন, ‘প্রথমে না ভেবেই কি প্রপোজ করে দিয়েছিলেন? মিডিয়ার কথা চিন্তা না করে আপনি রাখিকে বিয়ের পর সুখী জীবনযাপন করতে পারতেন। মানুষ সমালোচনা করবেই। তাই বলে বিয়ে ভাঙা ঠিক নয়।’

তবে দোদির মনে হয়েছে মানুষ বিষয়টিকে খুব ভালো ভাবে নিচ্ছেন না। তিনি এই বিষয়ে প্রচুর বার্তা এবং ভিডিও পেয়েছেন। এবং তিনি সেটা সহ্য করতে পারছেন না।

এমএসএম / এমএসএম

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা