ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

এমন কাণ্ডে অবাক ব্রাজিলের ফুটবল ফেডারেশনও!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ২:১৭

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ শুরুর পর স্থগিত হয়েছে। ঘটনাটি এখন সবারই জানা। একই সঙ্গে অনেকে এমন কাণ্ডে বিস্মিতও। আর্জেন্টিনার চার ফুটবলার মানেননি কোয়ারেন্টাইনের নিয়ম। এমন অভিযোগে ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সি মাঠে ঢুকে পড়ে। 

কয়েক দফা আলোচনার পর ঘোষণা আসে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। তাদের বিবৃতিতে বলা হয়েছে, তাদের মতো বিস্মিত কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলও।

বিবৃতিতে এএফএ লিখেছে, ‘সাও পাওলোতে ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের গভীর অস্বস্তির কথা জানাচ্ছে। কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবলের মতো আনভিসার এমন কাণ্ডে আমরাও বিস্মিত।’ 

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বারবার দাবি করে আসছেন, তাদেরকে একবারও জানানো হয়নি ওই চার ফুটবলারের ব্যাপারে। যাদের তিনজনকে একাদশে রেখেছিলেন তিনি। তিন দিন ধরে ব্রাজিলে থাকলেও কেন ম্যাচ শুরুর পর বাধা আসলো এ নিয়ে ক্ষুব্ধ লিওনেল মেসি।

তাদের সুরে এএফএ লিখেছে, ‘এটা মনে রাখা দরকার আমাদের দল ৩ সেপ্টেম্বর সকাল আটটা থেকেই ব্রাজিলে অবস্থান করছে। কনমেবলের দেওয়া সব স্বাস্থ্য প্রটোকলের নিয়ম আমাদের ফুটবলাররা মেনে চলেছে। নিয়ম মেনে আমরা ম্যাচ রেফারি ও কনমেবলের আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে ফিফার কাছে যাবো।’ 

তারা আরও লিখেছে, ‘ফুটবলে এ ধরনের ঘটনা কাম্য নয়, যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্পোর্টসম্যানশিপকে প্রশ্নবিদ্ধ করে।’

এমএসএম / এমএসএম

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন