জবির পরিচ্ছন্নতাকর্মীদের কাজে উৎসাহ বাড়াতে প্রণোদনার উদ্যোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিচ্ছন্নতাকর্মীদের কাজে উৎসাহ বাড়াতে নম্বরের ভিত্তিতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি। নতুন এ উদ্যোগে ৩ পরিচ্ছন্নতা কর্মীকে প্রণোদনা দেওয়া হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে ক্লিনার সমাবেশ ও প্রণোদনা অনুষ্ঠানে এ প্রণোদনা দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রথম হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রিপন মিয়া, দ্বিতীয় হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গৌরী রাণী এবং তৃতীয় হয়েছেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের দীনা নাথ।
শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এর আগে পরিচ্ছন্নতাকমীদের সঙ্গে এমন আয়োজন কখনো করা হয়নি। আমরা সকলেই একটি পরিবারের মতো। এই প্রতিষ্ঠানকে যদি ভালো পর্যায়ে নিতে হয়, তাহলে সকলকে সমান সম্মান ও ভালোবাসা দিয়ে কাজে উৎসাহী করতে হবে। পরিবারের সকল সদস্য যেমন নিজেদের ঘর পরিষ্কার রাখে, তেমন কর্মস্থলও পরিষ্কার রাখা উচিত।
এসময় উপস্থিত ছিলেন, জবি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, পরীক্ষানিয়ন্ত্রক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হোসেন, একমাত্র ছাত্রী হলের প্রোভোস্ট অধ্যাপক ড. আনজুমান আরা, পরিবহন পরিচালক ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, আইন বিভাগের অধ্যাপক ড. শেখ সাদিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা