জবির ভর্তি পরীক্ষায় ৫০ বছরের তপু
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রায় ৫০ বছর বয়সেও তাওহিদুর রহমান তপু উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে হাজির হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায়।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) জবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটে অংশ নেন তিনি। পরীক্ষাকেন্দ্রে এসে সাংবাদিকদের চোখে ধরা পড়েন তপু, যিনি শারীরিক বয়সের সীমাবদ্ধতা নয়, বরং জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন।
নওগাঁর সন্তান তাওহিদুর রহমান তপু জীবনের একটি বড় সময় পার করেছেন নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে। মানসিক অসুস্থতার কারণে দীর্ঘদিন পড়াশোনার বাইরে ছিলেন তিনি। তবে শিক্ষা অর্জনের স্বপ্ন কখনোই তার মন থেকে হারিয়ে যায়নি। শেষ পর্যন্ত গত বছর এইচএসসি সম্পন্ন করে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেন।
তপু বলেন, ‘আমি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলাম, কিন্তু শিক্ষা অর্জনের স্বপ্ন ছাড়িনি। অবশেষে গত বছর এইচএসসি পাশ করি এবং এবার জবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। ইংরেজি বিষয়ে প্রস্তুতি ভালো নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করব।’
এই পরীক্ষায় ভালো ফল না করলেও দমে যেতে চান না তপু। তিনি বলেন,‘যদি এবার জবিতে সুযোগ না পাই, তবে আবার চেষ্টা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও (জাবি) ভর্তি পরীক্ষায় অংশ নেব ইনশাআল্লাহ।’
জবিতে চান্স পেলে এখানেই পড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি যদি এখানে সুযোগ পাই, তাহলে জগন্নাথেই পড়ব।’
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে ৪২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে একজন ব্যতিক্রমী পরীক্ষার্থী তাওহিদুর রহমান তপু, যিনি বয়সের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে শিক্ষা অর্জনের দৃঢ় সংকল্প নিয়ে পরীক্ষার হলে বসেছেন। তার এ প্রচেষ্টা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা