ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ভিকি-রাশমিকার ‘ছাবা’ ২ দিনে কত আয় করেছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ২:৪১

বলিউড তারকা ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’সিনেমাটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন লক্ষ্মণ উতেকার। মুক্তির আগেই সিনেমাটি তুমুল আলোচনায় আসে। এখন আয়ের দিক থেকে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে।

স্যাকনিলকের তথ্য অনুসারে, সিনেমাটি ভারতে ৬০ কোটি রুপিরও বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি টাকারও বেশি। এটি উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী সংগ্রহ মিলিয়ে ৫০ রুপি আয় করেছে।

স্যাকনিলক জানিয়েছে, ‘ছাবা’ সিনেমাটি প্রথম শনিবার ভারতে ৩৬.৫ কোটি রুপি আয় করেছে। এতে দুদিনে সিনেমাটির ভারতজুড়ে মোট আয় ৬৭.৫ কোটি রুপি। মুক্তির প্রথম দিন, ঐতিহাসিক অ্যাকশন ঘরানার সিনেমাটি ৩১ কোটি রুপি আয় করেছিল, যা যে কোনো ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য সর্বোচ্চ রেকর্ড।

‘ছাবা’ সিনেমাটির হিন্দি সংস্করণের সামগ্রিক দখল ছিল ৪৪ দশমিক ১৮ শতাংশ। অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ সিনেমাটি ছাড়িয়ে ‘ছাবা’ বর্তমানে ২০২৫ সালের সবচেয়ে বড় উদ্বোধনী সিনেমা হয়ে উঠেছে। ‘স্কাই ফোর্স’ আয়ের খাতা খুলেছিল ১৫.৩০ কোটি রুপি দিয়ে।জানা গেছে, দুদিনে ‘ছাবা’ বিশ্ববাজারে ২ মিলিয়ন ডলারেরও (১৮ থেকে ১৯ কোটি রুপি) বেশি আয় করেছে। এই সংগ্রহ যোগ করলে, বিশ্বব্যাপী সিনেমার আয় প্রায় ১০০ কোটি রুপি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ছাবা’ ভারতের মহারাষ্ট্রে ব্যাপক ব্যবসা করছে। শিবাজির পুত্র এবং কিংবদন্তি শাসক মারাঠা ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের চাহিদা এত বেশি যে, মুম্বাই ও পুণের সিনেমা হলগুলোতে মাঝরাতের শো চালু হয়েছে।

ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং সম্রাট ওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত। চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও প্রশংসিত হচ্ছে।

এমএসএম / এমএসএম